2 yr. ago
পুরুলিয়া : দুই হাতই কাজ করে না তার। আঙুল বাঁকা। পেন ধরা অসম্ভব। কিন্তু মনটা তার বড় শক্ত। দৃঢ় তার প্রত্যয়। জীবনে এগিয়ে যেতে গেলে পড়াশোনা চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই , জানে সে। তাই তো জীবনের প্রথম বড় পরীক্ষাটি সে দিচ্ছে পা-দিয়ে লিখে।
বাঁ–পায়ে দুই আঙুলের ফাঁকে ধরে পেন। শরীর বেঁকিয়ে লিখে যাচ্ছে সে। সেই কাজটা যে মোটেই সহজ নয়, সে-কথা বলাই বাহুল্য। লিখত লিখতে শরীরটা প্রায় বেঁকেই যায়ে। শরীর নানা চ্যালেঞ্জ দিলেও, জয় করে সকলের কাছে উদাহরণ সৃষ্টি করেছে আদিবাসী বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলের খেরোয়াল হেমব্রম। শুধু তাই নয়, ওই পড়ুয়ার মুখও বাঁকা। ভাল করে কথাও বলতে পারে না।
বাঁ–পায়ে দুই আঙুলের ফাঁকে ধরে পেন। শরীর বেঁকিয়ে লিখে যাচ্ছে সে। সেই কাজটা যে মোটেই সহজ নয়, সে-কথা বলাই বাহুল্য। লিখত লিখতে শরীরটা প্রায় বেঁকেই যায়ে। শরীর নানা চ্যালেঞ্জ দিলেও, জয় করে সকলের কাছে উদাহরণ সৃষ্টি করেছে আদিবাসী বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলের খেরোয়াল হেমব্রম। শুধু তাই নয়, ওই পড়ুয়ার মুখও বাঁকা। ভাল করে কথাও বলতে পারে না।
2 yr. ago
পুরুলিয়া: পরীক্ষা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকার সঙ্গে পালিয়ে গিয়েছিল পুরুলিয়ার আড়শার মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিস মাঝি। সোজা গিয়ে উঠেছিল পাড়া এলাকায় প্রেমিকার আত্মীয়ের বাড়ি। কিন্তু শেষরক্ষা হল না। খবর পেয়ে ৩৫ ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের উদ্ধার করল। দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ চলে। সোমবার তাদের পুরুলিয়া আদালতে পেশ করা হবে।
মাত্র ৩৫ ঘণ্টার মধ্যেই উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থী ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা। পুরুলিয়ারই পাড়া থানার নডিহা গ্রামে ওই প্রেমিকার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল পরীক্ষাকেন্দ্র থেকে উধাও হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিষ মাঝি ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা।
মাত্র ৩৫ ঘণ্টার মধ্যেই উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থী ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা। পুরুলিয়ারই পাড়া থানার নডিহা গ্রামে ওই প্রেমিকার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল পরীক্ষাকেন্দ্র থেকে উধাও হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিষ মাঝি ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা।
2 yr. ago
পুরুলিয়া: রাজ্যের বোধহয় একমাত্র পুরসভা ঝালদা, ২০২২ সালে পুরভোট হওয়া ইস্তক প্রতি নিয়ত শিরোনামে। আবারও পুরপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে চাপানউতর শুরু সেখানে। এবার এই পুরপ্রধান নির্বাচনকে অবৈধ বলে দাবি করলেন প্রাক্তন পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়। শনিবার ঝালদার পুরপ্রধান নির্বাচন সংক্রান্ত ভোটাভুটি হয়। ১২ আসনের ঝালদা পুরসভায় ৬-০ ভোটে এগিয়ে আছেন সুরেশ আগরওয়াল। নামসংক্রান্ত রেজোলিউশন গিয়েছে জেলাশাসকের কাছে। এরপর সেখান থেকে চূড়ান্ত নোটিফিকেশন জারি করা হবে। তবে এরইমধ্যে এই ভোটাভুটি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সদস্য পদ হারানো শীলা।
2 yr. ago
রুরাল আউটপোস্টের সুবিধা দিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। একেবারেই নবরূপে চালু করা হল পুরুলিয়ার বরাবাজার থানার সিন্দরি পুলিশ ক্যাম্প। গ্রামীণ আউটপোস্টের সবরকম সুবিধার আয়তায় নিয়ে আসা হয়েছে এই ক্যাম্পটিকে। সম্প্রতি, এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
এককালে মাওবাদী অধ্যুষিত এই এলাকার ক্যাম্প থেকে বর্তমানে সবরকম সুযোগ-সুবিধা পাবেন এলাকার মানুষ। যে-কোনও সমস্যায় এই ক্যাম্পে জেনারেল ডায়েরি করার সুযোগ পাবেন তাঁরা। এই ক্যাম্পের ফলে উপকৃত হবেন বরাবাজার ব্লকের তিন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।
#Purulia #PuruliaNews
এককালে মাওবাদী অধ্যুষিত এই এলাকার ক্যাম্প থেকে বর্তমানে সবরকম সুযোগ-সুবিধা পাবেন এলাকার মানুষ। যে-কোনও সমস্যায় এই ক্যাম্পে জেনারেল ডায়েরি করার সুযোগ পাবেন তাঁরা। এই ক্যাম্পের ফলে উপকৃত হবেন বরাবাজার ব্লকের তিন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।
#Purulia #PuruliaNews
2 yr. ago
উদ্দেশ্য তার ভারতীয় বাস্তু কলাকে জানা। সুদূর জার্মানি থেকে নিজের মোটরবাইককে সঙ্গী করে এসে হাজির হয়েছেন এই দেশে। দেশের বেশ কয়েকটি জায়গা ঘোরার পর জোহানেস হাউকে এসে হাজির হয়েছেন পশ্চিমবাংলার জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায়। প্রথমে জার্মানি থেকে জাপান। তারপরে মালেয়েশিয়া হয়ে ভারতে পা।কলকাতা থেকে সোজা বাইকে করে জামশেদপুর। এরপর দলমা পাহাড় ঘুরে ঝাড়গ্রাম। আর সেখান থেকেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সঙ্গী তাঁর মোটরবাইক KZX91। এই মোটর বাইকে করেই তিনি সফর করছেন সর্বত্র।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews
2 yr. ago
রূপকথার গল্প যদি সত্যি হয়, কেমন হয় তাহলে? সেই রূপকথার গল্প-ই এবার বাংলার পর্যটনে। গল্পের ‘হবিট হাউস’ রূপ পেয়েছে ‘হবিট ট্যুরিজিম’-এর। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বাঘমুন্ডির সোনকূপিতে। যা বাংলায় প্রথম।
ইংরেজ লেখক জে আর আর টলকিন-এর গল্প ‘লর্ড অফ দ্য রিং’। এই গল্পের কিছু চরিত্র ‘হবিট হাউস’-এ বাস করত। সেই ‘হবিট হাউস’ অবশ্য বাস্তবে রয়েছে নিউজিল্যান্ডের হ্যামিলটনের কাছে মাটামাটায়। ওই রূপকথার গ্রাম, এক টুকরো মাটামাটা যেন উঠছে এসেছে পুরুলিয়ার অযোধ্যার পাহাড়তলিত।
একেবারে অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডির মাঠা বনাঞ্চলের সোনকূপিতে। বলরামপুর- বাঘমুন্ডি সড়কপথে সোনকূপি মোড় থেকে ২ কিমি দূরে।
ইংরেজ লেখক জে আর আর টলকিন-এর গল্প ‘লর্ড অফ দ্য রিং’। এই গল্পের কিছু চরিত্র ‘হবিট হাউস’-এ বাস করত। সেই ‘হবিট হাউস’ অবশ্য বাস্তবে রয়েছে নিউজিল্যান্ডের হ্যামিলটনের কাছে মাটামাটায়। ওই রূপকথার গ্রাম, এক টুকরো মাটামাটা যেন উঠছে এসেছে পুরুলিয়ার অযোধ্যার পাহাড়তলিত।
একেবারে অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডির মাঠা বনাঞ্চলের সোনকূপিতে। বলরামপুর- বাঘমুন্ডি সড়কপথে সোনকূপি মোড় থেকে ২ কিমি দূরে।
2 yr. ago
শহরবাসীর সুবিধার্থে পুরুলিয়া শহরের যানজট নিয়ন্ত্রণ করতে সমস্ত দিক থেকে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে পুরুলিয়া পৌরসভাকে। শহরের জানজটের অন্যতম একটি কারণ হল রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গবাদিপশু। এবার যানজট নিয়ন্ত্রণ করতে পৌরসভার টার্গেট গবাদি পশু। রীতিমত কোমর বেঁধে নামছে পুরুলিয়া পৌরসভা। তাই রাস্তায় কোনও গবাদি পশু দেখলেই তা বাজেয়াপ্ত করে সরকারি খোয়াড়ে নিয়ে যাবে বলে জানা গিয়েছে পৌরসভা সূত্রে। গত মঙ্গলবার থেকে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে শহর জুড়ে চলছে মাইকিং।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews
2 yr. ago
এক দিনের ঝটিকা সফরে পুরুলিয়ার এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাকে দেখার জন্য পুরুলিয়ার সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
এদিন তাঁর পরিদর্শন ছিল একেবারে ঝাড়খণ্ডের হাটিয়া পর্যন্ত। সরকারিভাবে আদ্রা ডিভিশনের চান্ডিল, পুরুলিয়া ও ঝালদা স্টেশনে তাঁর পরিদর্শনের কথা থাকলেও চান্ডিলের পরে বরাভূম এবং পুরুলিয়ার পরে জয়পুর স্টেশনেও কিছুক্ষণের জন্য নামতে হয় তাঁকে।
এই দিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পুরুলিয়া স্টেশনকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। বিশ্বমানের স্টেশন হিসেবে তৈরি করা হবে পুরুলিয়া স্টেশনকে। এর জন্য টাকার কোনও অসুবিধা হবে না।
এদিন তাঁর পরিদর্শন ছিল একেবারে ঝাড়খণ্ডের হাটিয়া পর্যন্ত। সরকারিভাবে আদ্রা ডিভিশনের চান্ডিল, পুরুলিয়া ও ঝালদা স্টেশনে তাঁর পরিদর্শনের কথা থাকলেও চান্ডিলের পরে বরাভূম এবং পুরুলিয়ার পরে জয়পুর স্টেশনেও কিছুক্ষণের জন্য নামতে হয় তাঁকে।
এই দিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পুরুলিয়া স্টেশনকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। বিশ্বমানের স্টেশন হিসেবে তৈরি করা হবে পুরুলিয়া স্টেশনকে। এর জন্য টাকার কোনও অসুবিধা হবে না।
2 yr. ago
শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম। শীত পড়তে না পড়তেই পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম গড় পঞ্চকোট। সারা বছরই এই জায়গায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। শীতের শুরুতে ধীরে , ধীরে পর্যটকদের ভিড় বাড়ছে গড় পঞ্চকোটে। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন দুইয়েরই দেখা মেলে গড় পঞ্চকোটে। তাই কর্মব্যস্ততা থেকে দুদিন নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই এই গড় পঞ্চকোটকে বেছে নেন।
এ বিষয়ে গড় পঞ্চকোটে বেড়াতে আসা পর্যটকরা জানান , গড় পঞ্চকোটের বিষয়ে যতটা শুনে তারা বেড়াতে এসেছিলেন তার থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি।
এ বিষয়ে গড় পঞ্চকোটে বেড়াতে আসা পর্যটকরা জানান , গড় পঞ্চকোটের বিষয়ে যতটা শুনে তারা বেড়াতে এসেছিলেন তার থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি।
2 yr. ago
সরকারি কার্যক্রমের জন্য মঙ্গলবার পুরুলিয়া জেলায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশা থেকে বাংলা ও ঝাড়খণ্ডে রয়েছে তাঁর রেলের কাজকর্ম পরিদর্শন। রেল সূত্রে জানা গিয়েছে মূলত উইন্ডো ট্রলি ইন্সপেকশনে আদ্রা ডিভিশনের দুটি স্টেশন চান্ডিল ও পুরুলিয়ায় তিনি নামতে পারেন।
ওড়িশা থেকে ভায়া জামশেদপুর হয়ে তার এই যাত্রাপথে চান্ডিলের পর তিনি বরাভূম স্টেশনেও নামতে পারেন। পাশাপাশি নামতে পারেন পুরুলিয়ার পর জয়পুর ও ঝালদা স্টেশনেও এমনটাই রেল সূত্রে খবর। রেলমন্ত্রী আসার আগে স্টেশন পরিদর্শন করে দেখেছেন রেলের আধিকারিকেরা। পাশাপাশি বিজেপি নেতৃত্বরাও সোমবার ঝালদা স্টেশন পরিদর্শন করেন।
ওড়িশা থেকে ভায়া জামশেদপুর হয়ে তার এই যাত্রাপথে চান্ডিলের পর তিনি বরাভূম স্টেশনেও নামতে পারেন। পাশাপাশি নামতে পারেন পুরুলিয়ার পর জয়পুর ও ঝালদা স্টেশনেও এমনটাই রেল সূত্রে খবর। রেলমন্ত্রী আসার আগে স্টেশন পরিদর্শন করে দেখেছেন রেলের আধিকারিকেরা। পাশাপাশি বিজেপি নেতৃত্বরাও সোমবার ঝালদা স্টেশন পরিদর্শন করেন।
2 yr. ago
পুরুলিয়া পুলিশ সুপারের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকা থেকে গ্রেফতার ২ অভিযুক্ত।
2 yr. ago
(E)
বিশ্ব শৌচাগার দিবসের জন্য সচেতনতার প্রচারে রীতিমত মানুষের বাড়িতে, বাড়িতে গিয়ে কড়া নেড়ে জেলাশাসক রজত নন্দাকে জিজ্ঞাসা করতে দেখা গেল বাড়িতে শৌচাগার আছে তো? পাশাপাশি তার সঙ্গে দেখা গিয়েছে প্রশাসনের একাধিক।
রাজ্যের পালা বদলের পর শৌচালয় নির্মাণের কাজ শুরু হয় জোড়-কদমে। মিশন নির্মল বাংলা প্রকল্পের নিরিখ দেখা গিয়েছে ঘরে, ঘরে শৌচালয়ে পুরুলিয়ার অবস্থান বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তবে বর্তমানে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।
পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা বলেন “বাড়িতে থাকা শৌচালয় ব্যবহার করতে হবে। কোনভাবেই মাঠে যাওয়া যাবেনা। মাঠের গিয়ে শৌচকর্ম করা মানেই পরিবেশকে দূষিত করা।”
রাজ্যের পালা বদলের পর শৌচালয় নির্মাণের কাজ শুরু হয় জোড়-কদমে। মিশন নির্মল বাংলা প্রকল্পের নিরিখ দেখা গিয়েছে ঘরে, ঘরে শৌচালয়ে পুরুলিয়ার অবস্থান বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তবে বর্তমানে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।
পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা বলেন “বাড়িতে থাকা শৌচালয় ব্যবহার করতে হবে। কোনভাবেই মাঠে যাওয়া যাবেনা। মাঠের গিয়ে শৌচকর্ম করা মানেই পরিবেশকে দূষিত করা।”
2 yr. ago
জেলা আবগারি দফতরের সাম্প্রতিক সময়ের তথ্যে দেখা যাচ্ছে জেলায় মদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। চলতি বছরে পুজোর মরসুমে পুরুলিয়া জেলায় মদের বিক্রি ছাপিয়ে গেল গত বছরকে। জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত এ বারে জেলায় মদ বিক্রি হয়েছে ১৯ কোটি ৪ লক্ষ ৬ হাজার ৪৭৫ টাকার। গত বছরে এই পর্বে জেলায় মোট মদ বিক্রি হয়েছিল ১৬ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার টাকার। অর্থাৎ, গত বছরের তুলনায় কম-বেশি ৮২ লক্ষ টাকার বেশি মদ বিক্রি হয়েছে।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews
2 yr. ago
১৯৫৬ সালের আগে বিহারে অন্তর্ভুক্ত ছিল পুরুলিয়া জেলা। সেই সময় পুরুলিয়া জেলা মানভূম জেলা নামেই পরিচিত ছিল। তাই রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়ায় ছট উৎসব মহাসড়ম্বরের সাথে পালিত হয়
সর্বত্রই চলছে ছট পুজোর প্রস্তুতি। পুরুলিয়া শহরেও শুরু হয়ে গিয়েছে ছট পুজোর আয়োজন। প্রতি বছরের মত এই বছরও পুরুলিয়া শহরের সাহেব বাঁধে ছট পুজোর আয়োজন করছে ছট পুজো সমিতি। ছট পুজো সমিতির উদ্যোগে সাহেব বাঁধের পাড়ে সূর্য মন্দির সংলগ্ন এলাকায় ধুমধামের সাথে পালিত হয় ছট পুজো। ছট পুজোর দিন এই এলাকায় প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষের সমাগম হতে দেখা যায়।
#Purulia #ChhatPuja
সর্বত্রই চলছে ছট পুজোর প্রস্তুতি। পুরুলিয়া শহরেও শুরু হয়ে গিয়েছে ছট পুজোর আয়োজন। প্রতি বছরের মত এই বছরও পুরুলিয়া শহরের সাহেব বাঁধে ছট পুজোর আয়োজন করছে ছট পুজো সমিতি। ছট পুজো সমিতির উদ্যোগে সাহেব বাঁধের পাড়ে সূর্য মন্দির সংলগ্ন এলাকায় ধুমধামের সাথে পালিত হয় ছট পুজো। ছট পুজোর দিন এই এলাকায় প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষের সমাগম হতে দেখা যায়।
#Purulia #ChhatPuja
2 yr. ago
বাংলার মা-বোনেদের জন্য ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাতেই হাসি ফুটেছে বাংলার মহিলাদের মুখে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায় তারই ব্যবস্থা করল রাজ্য প্রশাসন।
গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। অপরদিকে পুরসভা এলাকার বাসিন্দাদের মহকুমাশাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। কলকাতা পুরনিগমের অন্তর্গত বাসিন্দাদের কেএমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
#Purulia #News
গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। অপরদিকে পুরসভা এলাকার বাসিন্দাদের মহকুমাশাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। কলকাতা পুরনিগমের অন্তর্গত বাসিন্দাদের কেএমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
#Purulia #News
2 yr. ago
Purulia Rain Alert: ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। দক্ষিণের বেশ কিছু জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাপমাত্রার পরিবর্তন হয়েছে বেশ খানিকটা।
রাতের দিকে অনেকটাই ঠান্ডার আমেজ উপভোগ করা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলা পুরুলিয়ায়।
পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে।
#Purulia #PuruliaNews
রাতের দিকে অনেকটাই ঠান্ডার আমেজ উপভোগ করা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলা পুরুলিয়ায়।
পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে।
#Purulia #PuruliaNews
2 yr. ago
(E)
প্রয়াত বাঁকুড়ার ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়া l তিনি 1980 থেকে 2014 সাল পর্যন্ত টানা 9 বার জিতেছিলেন l মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর
বাসুদেব আচারিয়ার শেষ যাত্রায় শামিল হলেন রেলের হকার থেকে শুরু করে মুটে, মজদুরেরা। সিপিএম নেতৃত্বের ব্যাখ্যা, সর্বভারতীয় নেতা হলেও মেহনতি মানুষের সমস্যা নিয়ে আজীবন লড়াই বাসুদেবকে শ্রমিক, গরিবদের কাছের মানুষ করে তুলেছিল।
বুধবার কলকাতা থেকে তাঁর দেহ বাঁকুড়ার পোয়াবাগানে আসে। সেখানে দলের কর্মীরা তো বটেই, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ছুঁয়ে যায় বাসুদেবকে।
পুরুলিয়া শহরে দেহ নিয়ে শোক মিছিল বেরোয়, সন্ধ্যার মুখে দেহ আসে আদ্রার বাসভবনে। সেখানে পরিবারের লোকজন শ্রদ্ধা জানান।
বাসুদেব আচারিয়ার শেষ যাত্রায় শামিল হলেন রেলের হকার থেকে শুরু করে মুটে, মজদুরেরা। সিপিএম নেতৃত্বের ব্যাখ্যা, সর্বভারতীয় নেতা হলেও মেহনতি মানুষের সমস্যা নিয়ে আজীবন লড়াই বাসুদেবকে শ্রমিক, গরিবদের কাছের মানুষ করে তুলেছিল।
বুধবার কলকাতা থেকে তাঁর দেহ বাঁকুড়ার পোয়াবাগানে আসে। সেখানে দলের কর্মীরা তো বটেই, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ছুঁয়ে যায় বাসুদেবকে।
পুরুলিয়া শহরে দেহ নিয়ে শোক মিছিল বেরোয়, সন্ধ্যার মুখে দেহ আসে আদ্রার বাসভবনে। সেখানে পরিবারের লোকজন শ্রদ্ধা জানান।
2 yr. ago
উৎসবের মরশুম কাটতে না কাটতেই কেন্দ্র-রাজ্যের মাটির স্বাস্থ্য ও উর্বরতা প্রকল্প চালু হল। রাজ্যের প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েতের ১০০ টি মৌজা থেকে মাটি সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ভাল ফলনের জন্য মাটির স্বাস্থ্য পরীক্ষা করে হবে চাষের কাজ।
বিজ্ঞানসম্মতভাবে যাতে গ্রাম বাংলায় চাষের কাজ করা হয় সেই লক্ষ্য নিয়েই এই প্রকল্প শুরু হয়েছে। এই মৃত্তিকা পরীক্ষার রিপোর্ট কার্ড কৃষকদের হাতে আগামী ২০২৪ সালের ৩১ শে মার্চের মধ্যেই পৌঁছে যাবে। এই লক্ষমাত্রা নিয়েই এই প্রকল্পের কাজের শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকের জমি থেকে মাটির নমুনা সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে পুরুলিয়ার নিতুরিয়া ব্লকে।
বিজ্ঞানসম্মতভাবে যাতে গ্রাম বাংলায় চাষের কাজ করা হয় সেই লক্ষ্য নিয়েই এই প্রকল্প শুরু হয়েছে। এই মৃত্তিকা পরীক্ষার রিপোর্ট কার্ড কৃষকদের হাতে আগামী ২০২৪ সালের ৩১ শে মার্চের মধ্যেই পৌঁছে যাবে। এই লক্ষমাত্রা নিয়েই এই প্রকল্পের কাজের শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকের জমি থেকে মাটির নমুনা সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে পুরুলিয়ার নিতুরিয়া ব্লকে।
2 yr. ago
শুরু হয়ে গিয়েছে পর্যটনের মুরসুম। শীত পড়তে না পড়তেই পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। পুরুলিয়া জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম মুরগুমা। অফ বিট ডেস্টিনেশনের তালিকায় সবার উপরেই মুরগুমার নাম থাকে। বহু পর্যটক সারা বছরই এখানে বেড়াতে আসেন আর পর্যটনের মরসুমে পর্যটকদের ভিড় উপচে পড়ে। কিন্তু মুরগুমা ড্যামর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরলেও ড্যামের যাওয়ার বেহাল রাস্তা দেখে অসন্তোষ প্রকাশ করেছে পর্যটকরা।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews
2 yr. ago
পুরুলিয়ার ঝালদার কাউন্সিলার তপন কান্দু খুনে ধৃত আসামীর মৃত্যু হল পুরুলিয়া মেডিক্যাল কলেজে।
২০২২ সালে ১৩ মার্চ বাড়ির কাছেই খুন হন পুরুলিয়া পুরসভার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু। ঘটনার তদন্তে নেমে ১২ এপ্রিল সত্যবানকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্ত সত্যবানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেখানে অসুস্থ হে পড়লে তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় সত্যবানের। কী কারণে এই মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা করেছে। এনিয়ে রহস্যও দানা বেঁধেছে।
#Purulia #PuruliaNews
২০২২ সালে ১৩ মার্চ বাড়ির কাছেই খুন হন পুরুলিয়া পুরসভার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু। ঘটনার তদন্তে নেমে ১২ এপ্রিল সত্যবানকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্ত সত্যবানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেখানে অসুস্থ হে পড়লে তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় সত্যবানের। কী কারণে এই মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা করেছে। এনিয়ে রহস্যও দানা বেঁধেছে।
#Purulia #PuruliaNews
2 yr. ago
ভারতের অন্যতম হন্টেড প্লেস গুলির মধ্যে নাম উঠে আসে বেগুনকোদর স্টেশনের, যদিও তার প্রামাণ্য কোন তথ্য নেই। এবার সেই বেগুনকোদর স্টেশন নিয়ে বড়সড় ঘোষণা করল বিজ্ঞান মঞ্চ। বেগুনকোদরে ভূত দেখাতে পারলেই এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা শাখা। শনিবার ভূত চতুর্দশী তারই মাঝে এই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তথা চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়।
২০১৭ সালে ২৮ ডিসেম্বর বেগুনকোদর স্টেশনে রাত্রিযাপন করে প্রশাসন ও বিজ্ঞান মঞ্চ প্রমাণ করে দিয়েছে স্টেশনে ভূতের অস্তিত্ব একেবারেই ভিত্তিহীন। স্থানীয় মানুষেরাও ভুতের অস্তিত্ব নেই বলেই দাবি করেন।
২০১৭ সালে ২৮ ডিসেম্বর বেগুনকোদর স্টেশনে রাত্রিযাপন করে প্রশাসন ও বিজ্ঞান মঞ্চ প্রমাণ করে দিয়েছে স্টেশনে ভূতের অস্তিত্ব একেবারেই ভিত্তিহীন। স্থানীয় মানুষেরাও ভুতের অস্তিত্ব নেই বলেই দাবি করেন।
2 yr. ago
স্বপ্নাদেশে থানার মুসলিম ওসির শুরু করা পুজোয় বছরভর মায়ের গয়না থাকে থানার লকারে। কালীপুজোর আগের রাতে সেই গয়না থানা থেকে নিয়ে এসে পুজোর সকাল মায়ের অলংকরণ চলে দুপুর পর্যন্ত। কয়েক বছর ধরে এভাবেই কালীপুজোর দিন সেজে ওঠে পুরুলিয়ার পুঞ্চার চরণপাহাড়ি কালী।
এই পুজো এবার ৭৩ বছরে পা দিল। বাংলা ১৩৫৭ সালে পুঞ্চা থানার তৎকালীন ওসি জিটি লতিফ স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নে মা কালী তাঁকে জানান, পাশের পাহাড়ে চরণ চিহ্ন রয়েছে। স্বপ্নে পুজো করার নির্দেশ দেন। পরদিন ওই পুলিশ আধিকারিক সামনের পাহাড় চূড়ায় গিয়ে একটি পাথরের উপর দেবীর পদচিহ্ন দেখতে পান। এরপরই শুরু হয় মায়ের আরাধনা।
#Purulia #PuruliaNews
এই পুজো এবার ৭৩ বছরে পা দিল। বাংলা ১৩৫৭ সালে পুঞ্চা থানার তৎকালীন ওসি জিটি লতিফ স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নে মা কালী তাঁকে জানান, পাশের পাহাড়ে চরণ চিহ্ন রয়েছে। স্বপ্নে পুজো করার নির্দেশ দেন। পরদিন ওই পুলিশ আধিকারিক সামনের পাহাড় চূড়ায় গিয়ে একটি পাথরের উপর দেবীর পদচিহ্ন দেখতে পান। এরপরই শুরু হয় মায়ের আরাধনা।
#Purulia #PuruliaNews
2 yr. ago
পুরুলিয়ার অন্যতম ঐতিহ্য হল বেগুনকোদর রাস মন্দির। কয়েকশো বৎসর পুরানো এই মন্দির। প্রতি বছর প্রাচীন ঐতিহ্য মেনেই রাস উৎসব পালিত হয় এখানে। পুরুলিয়ার অন্যতম রাস উৎসব হয় এই মন্দিরে। বহু ভক্তের সমাগম হয় রাস উৎসব ঘিরে। এছাড়াও সারাটা বছরই কমবেশি মানুষের আনাগোনা হয়ে থাকে এই মন্দিরে।
ঐতিহ্যপূর্ণ সেই মন্দির বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে এই রাস মন্দির। দীর্ঘদিন ধরে এই রাস মন্দিরের সংস্কার হয়নি। যার ফলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
#PuruliaNews #PuruliaApp
ঐতিহ্যপূর্ণ সেই মন্দির বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে এই রাস মন্দির। দীর্ঘদিন ধরে এই রাস মন্দিরের সংস্কার হয়নি। যার ফলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
#PuruliaNews #PuruliaApp
2 yr. ago
রাজ্য পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে পুরুলিয়ার ঝরনাকোচা। শুধুমাত্র সাইট সিয়িং নয় পর্যটক আবাসের ব্যবস্থা করেও ঝরনাকোচাকে সামগ্রিকভাবে পর্যটন কেন্দ্রের রূপে সাজিয়ে তুলল ব্লক প্রশাসন। বলা যেতেই পারে পুরুলিয়ার নতুন টুরিস্ট স্পটের তালিকায় জায়গা করে নিয়েছে ঝরনাকোচা। বরাবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটিকে ফুলঝোর-ঝরনাকোচা-ধারবুরু পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে। এ-বছর লক্ষ্মীপুজোর দিন আনুষ্ঠানিকভাবে বরাবাজারের বিডিও মধুসূদন রাইহানের হাত ধরে এই পর্যটক আবাসের দ্ধারউদঘাটন হয়।
2 yr. ago
প্রতিবছর বহু ছাত্র-ছাত্রী সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন। এবার পুরুলিয়া জেলাতে সরকারিভাবে চালু হতে চলেছে সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতেই সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস সেন্টার রয়েছে। আর এবার সেই স্টাডি সেন্টার চালু হতে চলেছে পুরুলিয়া জেলাতেও। পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্টাডি সেন্টার চালু হতে চলেছে।
আগামী ১১ ই নভেম্বর এন্ট্রেন্স এক্সাম এর জন্য সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্ক্রিনিং টেস্ট হবে।
#PuruliaNews
আগামী ১১ ই নভেম্বর এন্ট্রেন্স এক্সাম এর জন্য সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্ক্রিনিং টেস্ট হবে।
#PuruliaNews
2 yr. ago
১০০ দিনের প্রকল্পে পুরুলিয়ায় ছাঁটাই ৫ লক্ষ, মৃত হিসেবে বাদ পড়লেন জীবিতরাও!
এমনকী, কাজ করতে অনিচ্ছুক দেখিয়েও দরিদ্রতম জেলা পুরুলিয়ায় ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সাড়ে পাঁচ লক্ষ শ্রমিককে বাদ দিয়ে দিল প্রশাসন। ২০২১ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পে শ্রমিকদের মজুরি কেন্দ্রীয় সরকার বকেয়া রাখায় এই প্রকল্পের কাজ-ই বন্ধ
অভিযোগ, সরকারের নির্দেশ পালন করতে গিয়ে পুরুলিয়া জেলা প্রশাসন কোনওরকম শুনানি না করেই নাম বাদ দিয়ে দিয়েছে। অথচ এই প্রকল্পের বিধি রয়েছে জনশুনানি করে এই ধরনের কাজ করতে হবে।
এমনকী, কাজ করতে অনিচ্ছুক দেখিয়েও দরিদ্রতম জেলা পুরুলিয়ায় ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সাড়ে পাঁচ লক্ষ শ্রমিককে বাদ দিয়ে দিল প্রশাসন। ২০২১ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পে শ্রমিকদের মজুরি কেন্দ্রীয় সরকার বকেয়া রাখায় এই প্রকল্পের কাজ-ই বন্ধ
অভিযোগ, সরকারের নির্দেশ পালন করতে গিয়ে পুরুলিয়া জেলা প্রশাসন কোনওরকম শুনানি না করেই নাম বাদ দিয়ে দিয়েছে। অথচ এই প্রকল্পের বিধি রয়েছে জনশুনানি করে এই ধরনের কাজ করতে হবে।
2 yr. ago
পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান গৌরিনাথ ধাম। এই গৌরিনাথ ধামের শিব মন্দির ভীষণ জাগ্রত তাই সারা বছরই বহু ভক্তের সমগম হয় এই ধামে। পুরুলিয়ার আইমুণ্ডি থেকে চিরকা গৌরীনাথ ধাম মন্দির যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে। যার ফলে নানান সমস্যার মধ্যে পড়ছেন স্থানীয় মানুষজন। মন্দিরে আসা ভক্তরাও নানান সমস্যার মধ্যে পড়ছেন। দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে।
#PuruliaNews #Purulia
#PuruliaNews #Purulia
2 yr. ago
(E)
বেপরোয়া বাইক আরোহীর ধাক্কায় উদীয়মান ক্রিকেট খেলোয়াড়ের মৃত্যু। আগামী ৯ নভেম্বর বাংলাদেশে এশিয়া কাপ খেলতে যাওয়ার কথা ছিল ওই যুবকের। তার আগেই ঘটে গেল অঘটন। যুবকের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সামিল শহরবাসী। এদিন পুরুলিয়া শহরে বাইক আরোহীদের দৌরাত্ম্যের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় শহরবাসী। বোকারোয় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় ২০ বছর বয়সী ওই যুবক অরিত্র ঘোষের।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews
2 yr. ago
#Jhalda : পুরুলিয়ার ঝালদার মারুমসিনা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে জয়ের শংসাপত্র দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গ্রাম সংসদের ১১ নম্বর আসনে জয়ী ঘোষণা করে সার্টিফিকেট দিতে হবে কংগ্রেস প্রার্থী তীজেন্দ্রনাথ মাহাতোকে, নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। এবারের পঞ্চায়েত নির্বাচনে ঝালদার মারুমসিনা গ্রাম পঞ্চায়েতে ৬ ভোটে জয়ী হন কংগ্রেস প্রার্থী।
কংগ্রেস অভিযোগ করে, বেআইনিভাবে পুনর্গণনা করিয়ে, তাদের প্রার্থীর হার দেখিয়ে জয়ী ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে।
কংগ্রেস অভিযোগ করে, বেআইনিভাবে পুনর্গণনা করিয়ে, তাদের প্রার্থীর হার দেখিয়ে জয়ী ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে।
2 yr. ago
পুরুলিয়া : ২০১৪ সাল থেকে প্রতিবছরই মহা ধুমধাম এর সঙ্গে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর এ বছর রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে অসম্ভব সুন্দর ছৌ নৃত্য পরিবেশন করে পুরুলিয়ার নাম উজ্জ্বল করেছে বালিগাড়া প্রভুর নিত্যানন্দ কীর্তন ও ছৌ নৃত্য সমিতি।
#Purulia #ChowDance
#Purulia #ChowDance