রাজ্য পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে পুরুলিয়ার ঝরনাকোচা। শুধুমাত্র সাইট সিয়িং নয় পর্যটক আবাসের ব্যবস্থা করেও ঝরনাকোচাকে সামগ্রিকভাবে পর্যটন কেন্দ্রের রূপে সাজিয়ে তুলল ব্লক প্রশাসন। বলা যেতেই পারে পুরুলিয়ার নতুন টুরিস্ট স্পটের তালিকায় জায়গা করে নিয়েছে ঝরনাকোচা। বরাবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটিকে ফুলঝোর-ঝরনাকোচা-ধারবুরু পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে। এ-বছর লক্ষ্মীপুজোর দিন আনুষ্ঠানিকভাবে বরাবাজারের বিডিও মধুসূদন রাইহানের হাত ধরে এই পর্যটক আবাসের দ্ধারউদঘাটন হয়।