Purulia News
2 yr. ago
বাংলার মা-বোনেদের জন্য ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাতেই হাসি ফুটেছে বাংলার মহিলাদের মুখে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায় তারই ব্যবস্থা করল রাজ্য প্রশাসন।

গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। অপরদিকে পুরসভা এলাকার বাসিন্দাদের মহকুমাশাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। কলকাতা পুরনিগমের অন্তর্গত বাসিন্দাদের কেএমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে।

#Purulia #News

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.