2 yr. ago
পুরুলিয়া জেলার মধ্যে এখন একটি নদী আছে,কঙ্সাবতী নদী ।ব্রীজ নির্মাণ করা হয় নি,মানুষ বর্ষাকালে যাওয়া আসা বন্ধ খুব বিপদজনক আড়ষা থানার রাঙ্গামাটি গ্রাম থেকে জয়পুর থানার উপরকাহান মাঝখানে কঙ্সাবতী নদী।
2 yr. ago
পুরুলিয়া : দুই হাতই কাজ করে না তার। আঙুল বাঁকা। পেন ধরা অসম্ভব। কিন্তু মনটা তার বড় শক্ত। দৃঢ় তার প্রত্যয়। জীবনে এগিয়ে যেতে গেলে পড়াশোনা চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই , জানে সে। তাই তো জীবনের প্রথম বড় পরীক্ষাটি সে দিচ্ছে পা-দিয়ে লিখে।
বাঁ–পায়ে দুই আঙুলের ফাঁকে ধরে পেন। শরীর বেঁকিয়ে লিখে যাচ্ছে সে। সেই কাজটা যে মোটেই সহজ নয়, সে-কথা বলাই বাহুল্য। লিখত লিখতে শরীরটা প্রায় বেঁকেই যায়ে। শরীর নানা চ্যালেঞ্জ দিলেও, জয় করে সকলের কাছে উদাহরণ সৃষ্টি করেছে আদিবাসী বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলের খেরোয়াল হেমব্রম। শুধু তাই নয়, ওই পড়ুয়ার মুখও বাঁকা। ভাল করে কথাও বলতে পারে না।
বাঁ–পায়ে দুই আঙুলের ফাঁকে ধরে পেন। শরীর বেঁকিয়ে লিখে যাচ্ছে সে। সেই কাজটা যে মোটেই সহজ নয়, সে-কথা বলাই বাহুল্য। লিখত লিখতে শরীরটা প্রায় বেঁকেই যায়ে। শরীর নানা চ্যালেঞ্জ দিলেও, জয় করে সকলের কাছে উদাহরণ সৃষ্টি করেছে আদিবাসী বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলের খেরোয়াল হেমব্রম। শুধু তাই নয়, ওই পড়ুয়ার মুখও বাঁকা। ভাল করে কথাও বলতে পারে না।
2 yr. ago
পুরুলিয়া: পরীক্ষা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকার সঙ্গে পালিয়ে গিয়েছিল পুরুলিয়ার আড়শার মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিস মাঝি। সোজা গিয়ে উঠেছিল পাড়া এলাকায় প্রেমিকার আত্মীয়ের বাড়ি। কিন্তু শেষরক্ষা হল না। খবর পেয়ে ৩৫ ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের উদ্ধার করল। দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ চলে। সোমবার তাদের পুরুলিয়া আদালতে পেশ করা হবে।
মাত্র ৩৫ ঘণ্টার মধ্যেই উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থী ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা। পুরুলিয়ারই পাড়া থানার নডিহা গ্রামে ওই প্রেমিকার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল পরীক্ষাকেন্দ্র থেকে উধাও হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিষ মাঝি ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা।
মাত্র ৩৫ ঘণ্টার মধ্যেই উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থী ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা। পুরুলিয়ারই পাড়া থানার নডিহা গ্রামে ওই প্রেমিকার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল পরীক্ষাকেন্দ্র থেকে উধাও হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিষ মাঝি ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা।
2 yr. ago
পুরুলিয়া: রাজ্যের বোধহয় একমাত্র পুরসভা ঝালদা, ২০২২ সালে পুরভোট হওয়া ইস্তক প্রতি নিয়ত শিরোনামে। আবারও পুরপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে চাপানউতর শুরু সেখানে। এবার এই পুরপ্রধান নির্বাচনকে অবৈধ বলে দাবি করলেন প্রাক্তন পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়। শনিবার ঝালদার পুরপ্রধান নির্বাচন সংক্রান্ত ভোটাভুটি হয়। ১২ আসনের ঝালদা পুরসভায় ৬-০ ভোটে এগিয়ে আছেন সুরেশ আগরওয়াল। নামসংক্রান্ত রেজোলিউশন গিয়েছে জেলাশাসকের কাছে। এরপর সেখান থেকে চূড়ান্ত নোটিফিকেশন জারি করা হবে। তবে এরইমধ্যে এই ভোটাভুটি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সদস্য পদ হারানো শীলা।
2 yr. ago
রুরাল আউটপোস্টের সুবিধা দিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। একেবারেই নবরূপে চালু করা হল পুরুলিয়ার বরাবাজার থানার সিন্দরি পুলিশ ক্যাম্প। গ্রামীণ আউটপোস্টের সবরকম সুবিধার আয়তায় নিয়ে আসা হয়েছে এই ক্যাম্পটিকে। সম্প্রতি, এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
এককালে মাওবাদী অধ্যুষিত এই এলাকার ক্যাম্প থেকে বর্তমানে সবরকম সুযোগ-সুবিধা পাবেন এলাকার মানুষ। যে-কোনও সমস্যায় এই ক্যাম্পে জেনারেল ডায়েরি করার সুযোগ পাবেন তাঁরা। এই ক্যাম্পের ফলে উপকৃত হবেন বরাবাজার ব্লকের তিন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।
#Purulia #PuruliaNews
এককালে মাওবাদী অধ্যুষিত এই এলাকার ক্যাম্প থেকে বর্তমানে সবরকম সুযোগ-সুবিধা পাবেন এলাকার মানুষ। যে-কোনও সমস্যায় এই ক্যাম্পে জেনারেল ডায়েরি করার সুযোগ পাবেন তাঁরা। এই ক্যাম্পের ফলে উপকৃত হবেন বরাবাজার ব্লকের তিন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।
#Purulia #PuruliaNews
2 yr. ago
উদ্দেশ্য তার ভারতীয় বাস্তু কলাকে জানা। সুদূর জার্মানি থেকে নিজের মোটরবাইককে সঙ্গী করে এসে হাজির হয়েছেন এই দেশে। দেশের বেশ কয়েকটি জায়গা ঘোরার পর জোহানেস হাউকে এসে হাজির হয়েছেন পশ্চিমবাংলার জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায়। প্রথমে জার্মানি থেকে জাপান। তারপরে মালেয়েশিয়া হয়ে ভারতে পা।কলকাতা থেকে সোজা বাইকে করে জামশেদপুর। এরপর দলমা পাহাড় ঘুরে ঝাড়গ্রাম। আর সেখান থেকেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সঙ্গী তাঁর মোটরবাইক KZX91। এই মোটর বাইকে করেই তিনি সফর করছেন সর্বত্র।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews
2 yr. ago
রূপকথার গল্প যদি সত্যি হয়, কেমন হয় তাহলে? সেই রূপকথার গল্প-ই এবার বাংলার পর্যটনে। গল্পের ‘হবিট হাউস’ রূপ পেয়েছে ‘হবিট ট্যুরিজিম’-এর। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বাঘমুন্ডির সোনকূপিতে। যা বাংলায় প্রথম।
ইংরেজ লেখক জে আর আর টলকিন-এর গল্প ‘লর্ড অফ দ্য রিং’। এই গল্পের কিছু চরিত্র ‘হবিট হাউস’-এ বাস করত। সেই ‘হবিট হাউস’ অবশ্য বাস্তবে রয়েছে নিউজিল্যান্ডের হ্যামিলটনের কাছে মাটামাটায়। ওই রূপকথার গ্রাম, এক টুকরো মাটামাটা যেন উঠছে এসেছে পুরুলিয়ার অযোধ্যার পাহাড়তলিত।
একেবারে অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডির মাঠা বনাঞ্চলের সোনকূপিতে। বলরামপুর- বাঘমুন্ডি সড়কপথে সোনকূপি মোড় থেকে ২ কিমি দূরে।
ইংরেজ লেখক জে আর আর টলকিন-এর গল্প ‘লর্ড অফ দ্য রিং’। এই গল্পের কিছু চরিত্র ‘হবিট হাউস’-এ বাস করত। সেই ‘হবিট হাউস’ অবশ্য বাস্তবে রয়েছে নিউজিল্যান্ডের হ্যামিলটনের কাছে মাটামাটায়। ওই রূপকথার গ্রাম, এক টুকরো মাটামাটা যেন উঠছে এসেছে পুরুলিয়ার অযোধ্যার পাহাড়তলিত।
একেবারে অযোধ্যা পাহাড়ের নিচে বাঘমুন্ডির মাঠা বনাঞ্চলের সোনকূপিতে। বলরামপুর- বাঘমুন্ডি সড়কপথে সোনকূপি মোড় থেকে ২ কিমি দূরে।
2 yr. ago
2 yr. ago
শহরবাসীর সুবিধার্থে পুরুলিয়া শহরের যানজট নিয়ন্ত্রণ করতে সমস্ত দিক থেকে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে পুরুলিয়া পৌরসভাকে। শহরের জানজটের অন্যতম একটি কারণ হল রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গবাদিপশু। এবার যানজট নিয়ন্ত্রণ করতে পৌরসভার টার্গেট গবাদি পশু। রীতিমত কোমর বেঁধে নামছে পুরুলিয়া পৌরসভা। তাই রাস্তায় কোনও গবাদি পশু দেখলেই তা বাজেয়াপ্ত করে সরকারি খোয়াড়ে নিয়ে যাবে বলে জানা গিয়েছে পৌরসভা সূত্রে। গত মঙ্গলবার থেকে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে শহর জুড়ে চলছে মাইকিং।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews
2 yr. ago
এক দিনের ঝটিকা সফরে পুরুলিয়ার এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাকে দেখার জন্য পুরুলিয়ার সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
এদিন তাঁর পরিদর্শন ছিল একেবারে ঝাড়খণ্ডের হাটিয়া পর্যন্ত। সরকারিভাবে আদ্রা ডিভিশনের চান্ডিল, পুরুলিয়া ও ঝালদা স্টেশনে তাঁর পরিদর্শনের কথা থাকলেও চান্ডিলের পরে বরাভূম এবং পুরুলিয়ার পরে জয়পুর স্টেশনেও কিছুক্ষণের জন্য নামতে হয় তাঁকে।
এই দিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পুরুলিয়া স্টেশনকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। বিশ্বমানের স্টেশন হিসেবে তৈরি করা হবে পুরুলিয়া স্টেশনকে। এর জন্য টাকার কোনও অসুবিধা হবে না।
এদিন তাঁর পরিদর্শন ছিল একেবারে ঝাড়খণ্ডের হাটিয়া পর্যন্ত। সরকারিভাবে আদ্রা ডিভিশনের চান্ডিল, পুরুলিয়া ও ঝালদা স্টেশনে তাঁর পরিদর্শনের কথা থাকলেও চান্ডিলের পরে বরাভূম এবং পুরুলিয়ার পরে জয়পুর স্টেশনেও কিছুক্ষণের জন্য নামতে হয় তাঁকে।
এই দিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পুরুলিয়া স্টেশনকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। বিশ্বমানের স্টেশন হিসেবে তৈরি করা হবে পুরুলিয়া স্টেশনকে। এর জন্য টাকার কোনও অসুবিধা হবে না।
2 yr. ago
শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম। শীত পড়তে না পড়তেই পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম গড় পঞ্চকোট। সারা বছরই এই জায়গায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। শীতের শুরুতে ধীরে , ধীরে পর্যটকদের ভিড় বাড়ছে গড় পঞ্চকোটে। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন দুইয়েরই দেখা মেলে গড় পঞ্চকোটে। তাই কর্মব্যস্ততা থেকে দুদিন নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই এই গড় পঞ্চকোটকে বেছে নেন।
এ বিষয়ে গড় পঞ্চকোটে বেড়াতে আসা পর্যটকরা জানান , গড় পঞ্চকোটের বিষয়ে যতটা শুনে তারা বেড়াতে এসেছিলেন তার থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি।
এ বিষয়ে গড় পঞ্চকোটে বেড়াতে আসা পর্যটকরা জানান , গড় পঞ্চকোটের বিষয়ে যতটা শুনে তারা বেড়াতে এসেছিলেন তার থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি।
2 yr. ago
সরকারি কার্যক্রমের জন্য মঙ্গলবার পুরুলিয়া জেলায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশা থেকে বাংলা ও ঝাড়খণ্ডে রয়েছে তাঁর রেলের কাজকর্ম পরিদর্শন। রেল সূত্রে জানা গিয়েছে মূলত উইন্ডো ট্রলি ইন্সপেকশনে আদ্রা ডিভিশনের দুটি স্টেশন চান্ডিল ও পুরুলিয়ায় তিনি নামতে পারেন।
ওড়িশা থেকে ভায়া জামশেদপুর হয়ে তার এই যাত্রাপথে চান্ডিলের পর তিনি বরাভূম স্টেশনেও নামতে পারেন। পাশাপাশি নামতে পারেন পুরুলিয়ার পর জয়পুর ও ঝালদা স্টেশনেও এমনটাই রেল সূত্রে খবর। রেলমন্ত্রী আসার আগে স্টেশন পরিদর্শন করে দেখেছেন রেলের আধিকারিকেরা। পাশাপাশি বিজেপি নেতৃত্বরাও সোমবার ঝালদা স্টেশন পরিদর্শন করেন।
ওড়িশা থেকে ভায়া জামশেদপুর হয়ে তার এই যাত্রাপথে চান্ডিলের পর তিনি বরাভূম স্টেশনেও নামতে পারেন। পাশাপাশি নামতে পারেন পুরুলিয়ার পর জয়পুর ও ঝালদা স্টেশনেও এমনটাই রেল সূত্রে খবর। রেলমন্ত্রী আসার আগে স্টেশন পরিদর্শন করে দেখেছেন রেলের আধিকারিকেরা। পাশাপাশি বিজেপি নেতৃত্বরাও সোমবার ঝালদা স্টেশন পরিদর্শন করেন।
2 yr. ago
Be it ISRO scientists or the Indian cricket team, our honourable Prime Minister encourages everyone in every situation.
Proud of my TeamIndia 💖
Proud of my TeamIndia 💖
2 yr. ago
পুরুলিয়া পুলিশ সুপারের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকা থেকে গ্রেফতার ২ অভিযুক্ত।
2 yr. ago
(E)
বিশ্ব শৌচাগার দিবসের জন্য সচেতনতার প্রচারে রীতিমত মানুষের বাড়িতে, বাড়িতে গিয়ে কড়া নেড়ে জেলাশাসক রজত নন্দাকে জিজ্ঞাসা করতে দেখা গেল বাড়িতে শৌচাগার আছে তো? পাশাপাশি তার সঙ্গে দেখা গিয়েছে প্রশাসনের একাধিক।
রাজ্যের পালা বদলের পর শৌচালয় নির্মাণের কাজ শুরু হয় জোড়-কদমে। মিশন নির্মল বাংলা প্রকল্পের নিরিখ দেখা গিয়েছে ঘরে, ঘরে শৌচালয়ে পুরুলিয়ার অবস্থান বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তবে বর্তমানে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।
পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা বলেন “বাড়িতে থাকা শৌচালয় ব্যবহার করতে হবে। কোনভাবেই মাঠে যাওয়া যাবেনা। মাঠের গিয়ে শৌচকর্ম করা মানেই পরিবেশকে দূষিত করা।”
রাজ্যের পালা বদলের পর শৌচালয় নির্মাণের কাজ শুরু হয় জোড়-কদমে। মিশন নির্মল বাংলা প্রকল্পের নিরিখ দেখা গিয়েছে ঘরে, ঘরে শৌচালয়ে পুরুলিয়ার অবস্থান বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তবে বর্তমানে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।
পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা বলেন “বাড়িতে থাকা শৌচালয় ব্যবহার করতে হবে। কোনভাবেই মাঠে যাওয়া যাবেনা। মাঠের গিয়ে শৌচকর্ম করা মানেই পরিবেশকে দূষিত করা।”
2 yr. ago
জেলা আবগারি দফতরের সাম্প্রতিক সময়ের তথ্যে দেখা যাচ্ছে জেলায় মদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। চলতি বছরে পুজোর মরসুমে পুরুলিয়া জেলায় মদের বিক্রি ছাপিয়ে গেল গত বছরকে। জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত এ বারে জেলায় মদ বিক্রি হয়েছে ১৯ কোটি ৪ লক্ষ ৬ হাজার ৪৭৫ টাকার। গত বছরে এই পর্বে জেলায় মোট মদ বিক্রি হয়েছিল ১৬ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার টাকার। অর্থাৎ, গত বছরের তুলনায় কম-বেশি ৮২ লক্ষ টাকার বেশি মদ বিক্রি হয়েছে।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews
2 yr. ago
Virat-Rohit crying is the worst thing that happened in this WC, Cause the determination and dedication they showed was commendable!!
NOT OUR DAY! but these teary eyes and faces will be remembered for long💔💔!!
NOT OUR DAY! but these teary eyes and faces will be remembered for long💔💔!!
2 yr. ago
सफ़र अच्छा था. अंत जो हुआ सो हुआ..
धन्यवाद टीम इंडिया, एक हारता है तो एक जीतता. पूरे भारत को गर्व है पुरी टीम इंडिया पर ॥
धन्यवाद टीम इंडिया, एक हारता है तो एक जीतता. पूरे भारत को गर्व है पुरी टीम इंडिया पर ॥
2 yr. ago
2 yr. ago
2 yr. ago
১৯৫৬ সালের আগে বিহারে অন্তর্ভুক্ত ছিল পুরুলিয়া জেলা। সেই সময় পুরুলিয়া জেলা মানভূম জেলা নামেই পরিচিত ছিল। তাই রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়ায় ছট উৎসব মহাসড়ম্বরের সাথে পালিত হয়
সর্বত্রই চলছে ছট পুজোর প্রস্তুতি। পুরুলিয়া শহরেও শুরু হয়ে গিয়েছে ছট পুজোর আয়োজন। প্রতি বছরের মত এই বছরও পুরুলিয়া শহরের সাহেব বাঁধে ছট পুজোর আয়োজন করছে ছট পুজো সমিতি। ছট পুজো সমিতির উদ্যোগে সাহেব বাঁধের পাড়ে সূর্য মন্দির সংলগ্ন এলাকায় ধুমধামের সাথে পালিত হয় ছট পুজো। ছট পুজোর দিন এই এলাকায় প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষের সমাগম হতে দেখা যায়।
#Purulia #ChhatPuja
সর্বত্রই চলছে ছট পুজোর প্রস্তুতি। পুরুলিয়া শহরেও শুরু হয়ে গিয়েছে ছট পুজোর আয়োজন। প্রতি বছরের মত এই বছরও পুরুলিয়া শহরের সাহেব বাঁধে ছট পুজোর আয়োজন করছে ছট পুজো সমিতি। ছট পুজো সমিতির উদ্যোগে সাহেব বাঁধের পাড়ে সূর্য মন্দির সংলগ্ন এলাকায় ধুমধামের সাথে পালিত হয় ছট পুজো। ছট পুজোর দিন এই এলাকায় প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষের সমাগম হতে দেখা যায়।
#Purulia #ChhatPuja