রুরাল আউটপোস্টের সুবিধা দিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। একেবারেই নবরূপে চালু করা হল পুরুলিয়ার বরাবাজার থানার সিন্দরি পুলিশ ক্যাম্প। গ্রামীণ আউটপোস্টের সবরকম সুবিধার আয়তায় নিয়ে আসা হয়েছে এই ক্যাম্পটিকে। সম্প্রতি, এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
এককালে মাওবাদী অধ্যুষিত এই এলাকার ক্যাম্প থেকে বর্তমানে সবরকম সুযোগ-সুবিধা পাবেন এলাকার মানুষ। যে-কোনও সমস্যায় এই ক্যাম্পে জেনারেল ডায়েরি করার সুযোগ পাবেন তাঁরা। এই ক্যাম্পের ফলে উপকৃত হবেন বরাবাজার ব্লকের তিন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।
#Purulia #PuruliaNews
এককালে মাওবাদী অধ্যুষিত এই এলাকার ক্যাম্প থেকে বর্তমানে সবরকম সুযোগ-সুবিধা পাবেন এলাকার মানুষ। যে-কোনও সমস্যায় এই ক্যাম্পে জেনারেল ডায়েরি করার সুযোগ পাবেন তাঁরা। এই ক্যাম্পের ফলে উপকৃত হবেন বরাবাজার ব্লকের তিন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।
#Purulia #PuruliaNews