Prasenjit Kuiry
2 yr. ago
A group of #sadhus were stripped and ****** aulted by a mob in West Bengal's #Purulia district on Friday, January 12.

This is the official statement issued by #Purulia Police.
Purulia News
2 yr. ago
রুরাল আউটপোস্টের সুবিধা দিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। একেবারেই নবরূপে চালু করা হল পুরুলিয়ার বরাবাজার থানার সিন্দরি পুলিশ ক্যাম্প। গ্রামীণ আউটপোস্টের সবরকম সুবিধার আয়তায় নিয়ে আসা হয়েছে এই ক্যাম্পটিকে। সম্প্রতি, এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এককালে মাওবাদী অধ্যুষিত এই এলাকার ক্যাম্প থেকে বর্তমানে সবরকম সুযোগ-সুবিধা পাবেন এলাকার মানুষ। যে-কোনও সমস্যায় এই ক্যাম্পে জেনারেল ডায়েরি করার সুযোগ পাবেন তাঁরা। এই ক্যাম্পের ফলে উপকৃত হবেন বরাবাজার ব্লকের তিন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
উদ্দেশ্য তার ভারতীয় বাস্তু কলাকে জানা। সুদূর জার্মানি থেকে নিজের মোটরবাইককে সঙ্গী করে এসে হাজির হয়েছেন এই দেশে। দেশের বেশ কয়েকটি জায়গা ঘোরার পর জোহানেস হাউকে এসে হাজির হয়েছেন পশ্চিমবাংলার জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায়। প্রথমে জার্মানি থেকে জাপান। তারপরে মালেয়েশিয়া হয়ে ভারতে পা।কলকাতা থেকে সোজা বাইকে করে জামশেদপুর। এরপর দলমা পাহাড় ঘুরে ঝাড়গ্রাম। আর সেখান থেকেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সঙ্গী তাঁর মোটরবাইক KZX91। এই মোটর বাইকে করেই তিনি সফর করছেন সর্বত্র।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
শহরবাসীর সুবিধার্থে পুরুলিয়া শহরের যানজট নিয়ন্ত্রণ করতে সমস্ত দিক থেকে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে পুরুলিয়া পৌরসভাকে। শহরের জানজটের অন্যতম একটি কারণ হল রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গবাদিপশু। এবার যানজট নিয়ন্ত্রণ করতে পৌরসভার টার্গেট গবাদি পশু। রীতিমত কোমর বেঁধে নামছে পুরুলিয়া পৌরসভা। তাই রাস্তায় কোনও গবাদি পশু দেখলেই তা বাজেয়াপ্ত করে সরকারি খোয়াড়ে নিয়ে যাবে বলে জানা গিয়েছে পৌরসভা সূত্রে। গত মঙ্গলবার থেকে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে শহর জুড়ে চলছে মাইকিং।

#Purulia #PuruliaNews
Prasenjit Kuiry
2 yr. ago
Hello Purulians, Wassup? Is everything ok?
Purulia News
2 yr. ago
জেলা আবগারি দফতরের সাম্প্রতিক সময়ের তথ্যে দেখা যাচ্ছে জেলায় মদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। চলতি বছরে পুজোর মরসুমে পুরুলিয়া জেলায় মদের বিক্রি ছাপিয়ে গেল গত বছরকে। জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত এ বারে জেলায় মদ বিক্রি হয়েছে ১৯ কোটি ৪ লক্ষ ৬ হাজার ৪৭৫ টাকার। গত বছরে এই পর্বে জেলায় মোট মদ বিক্রি হয়েছিল ১৬ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার টাকার। অর্থাৎ, গত বছরের তুলনায় কম-বেশি ৮২ লক্ষ টাকার বেশি মদ বিক্রি হয়েছে।

#Purulia #PuruliaNews
Sanjaykuiri
2 yr. ago
গায়ক Sanjay ঝুমুর বাউল টুসু করম purulia গান Prabhat sangeet al types গান গায।
Purulia News
2 yr. ago
১৯৫৬ সালের আগে বিহারে অন্তর্ভুক্ত ছিল পুরুলিয়া জেলা। সেই সময় পুরুলিয়া জেলা মানভূম জেলা নামেই পরিচিত ছিল। তাই রাজ্যের অন্যান্য জেলার তুলনায় পুরুলিয়ায় ছট উৎসব মহাসড়ম্বরের সাথে পালিত হয়

সর্বত্রই চলছে ছট পুজোর প্রস্তুতি। পুরুলিয়া শহরেও শুরু হয়ে গিয়েছে ছট পুজোর আয়োজন। প্রতি বছরের মত এই বছরও পুরুলিয়া শহরের সাহেব বাঁধে ছট পুজোর আয়োজন করছে ছট পুজো সমিতি। ছট পুজো সমিতির উদ্যোগে সাহেব বাঁধের পাড়ে সূর্য মন্দির সংলগ্ন এলাকায় ধুমধামের সাথে পালিত হয় ছট পুজো। ছট পুজোর দিন এই এলাকায় প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষের সমাগম হতে দেখা যায়।

#Purulia #ChhatPuja
Purulia News
2 yr. ago
বাংলার মা-বোনেদের জন্য ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাতেই হাসি ফুটেছে বাংলার মহিলাদের মুখে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায় তারই ব্যবস্থা করল রাজ্য প্রশাসন।

গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। অপরদিকে পুরসভা এলাকার বাসিন্দাদের মহকুমাশাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। কলকাতা পুরনিগমের অন্তর্গত বাসিন্দাদের কেএমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে।

#Purulia #News
Purulia News
2 yr. ago
Purulia Rain Alert: ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। দক্ষিণের বেশ কিছু জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাপমাত্রার পরিবর্তন হয়েছে বেশ খানিকটা।

রাতের দিকে অনেকটাই ঠান্ডার আমেজ উপভোগ করা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলা পুরুলিয়ায়।

পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে।

#Purulia #PuruliaNews
PuruliaApp
2 yr. ago
আপনার মোবাইলে PuruliaApp কে স্থান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এই ভাবেই পাশে থাকুন এবং আমাদের লক্ষ্যকে সফল করতে সাহায্য করুন। আসুন সবাই মিলে প্রত্যেক পুরুলিয়াবাসীর জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করি। গ্রাম থেকে শহর, শহর থেকে জেলায় আমরা সবাইকে এই প্ল্যাটফর্মে সংযুক্ত করতে চাই, যেখানে আমরা পুরুলিয়াবাসী আমাদের আওয়াজ তুলে ধরতে পারি, স্থানীয় সমস্যাগুলি ব্যাপারে প্রশাসনের নজর কাড়তে পারি, গ্রামের মানুষগুলিকে তাদের প্রাপ্র্য সরকারি প্রকল্প ও অনুদান ব্যাপারে সচেতন করতে পারি, স্থানীয় খবর থেকে শুরু করে আরো অনেক কিছুই সংযুক্ত করা হবে। আপনার বন্ধুদেরকেও PuruliaApp এ রেজিস্টার করতে বলুন। ধন্যবাদ।
Sanjaykuiri
2 yr. ago
আমার First Photo হলো PuruliaApp এ
Purulia News
2 yr. ago
শুরু হয়ে গিয়েছে পর্যটনের মুরসুম। শীত পড়তে না পড়তেই পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। পুরুলিয়া জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম মুরগুমা। অফ বিট ডেস্টিনেশনের তালিকায় সবার উপরেই মুরগুমার নাম থাকে। বহু পর্যটক সারা বছরই এখানে বেড়াতে আসেন আর পর্যটনের মরসুমে পর্যটকদের ভিড় উপচে পড়ে। ‌কিন্তু মুরগুমা ড্যামর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরলেও ড্যামের যাওয়ার বেহাল রাস্তা দেখে অসন্তোষ প্রকাশ করেছে পর্যটকরা।

#Purulia #PuruliaNews
PuruliaApp
2 yr. ago
PuruliaApp এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা, দীপাবলির পুণ্য আলোয় দূর হোক সব অন্ধকার, জীবন হোক সুন্দর ও শান্তিময়। #Diwali
Purulia News
2 yr. ago
পুরুলিয়ার ঝালদার কাউন্সিলার তপন কান্দু খুনে ধৃত আসামীর মৃত্যু হল পুরুলিয়া মেডিক্যাল কলেজে।

২০২২ সালে ১৩ মার্চ বাড়ির কাছেই খুন হন পুরুলিয়া পুরসভার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু। ঘটনার তদন্তে নেমে ১২ এপ্রিল সত্যবানকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্ত সত্যবানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেখানে অসুস্থ হে পড়লে তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় সত্যবানের। কী কারণে এই মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা করেছে। এনিয়ে রহস্যও দানা বেঁধেছে।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
স্বপ্নাদেশে থানার মুসলিম ওসির শুরু করা পুজোয় বছরভর মায়ের গয়না থাকে থানার লকারে। কালীপুজোর আগের রাতে সেই গয়না থানা থেকে নিয়ে এসে পুজোর সকাল মায়ের অলংকরণ চলে দুপুর পর্যন্ত। কয়েক বছর ধরে এভাবেই কালীপুজোর দিন সেজে ওঠে পুরুলিয়ার পুঞ্চার চরণপাহাড়ি কালী।

এই পুজো এবার ৭৩ বছরে পা দিল। বাংলা ১৩৫৭ সালে পুঞ্চা থানার তৎকালীন ওসি জিটি লতিফ স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নে মা কালী তাঁকে জানান, পাশের পাহাড়ে চরণ চিহ্ন রয়েছে। স্বপ্নে পুজো করার নির্দেশ দেন। পরদিন ওই পুলিশ আধিকারিক সামনের পাহাড় চূড়ায় গিয়ে একটি পাথরের উপর দেবীর পদচিহ্ন দেখতে পান। এরপরই শুরু হয় মায়ের আরাধনা।

#Purulia #PuruliaNews
Photos of Purulia
2 yr. ago
Ayodhya Hill #Purulia
Purulia News
2 yr. ago
পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান গৌরিনাথ ধাম। ‌ এই গৌরিনাথ ধামের শিব মন্দির ভীষণ জাগ্রত তাই সারা বছরই বহু ভক্তের সমগম হয় এই ধামে। পুরুলিয়ার আইমুণ্ডি থেকে চিরকা গৌরীনাথ ধাম মন্দির যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে। যার ফলে নানান সমস্যার মধ্যে পড়ছেন স্থানীয় মানুষজন। মন্দিরে আসা ভক্তরাও নানান সমস্যার মধ্যে পড়ছেন। দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে।

#PuruliaNews #Purulia
Purulia News
2 yr. ago (E)
বেপরোয়া বাইক আরোহীর ধাক্কায় উদীয়মান ক্রিকেট খেলোয়াড়ের মৃত্যু। আগামী ৯ নভেম্বর বাংলাদেশে এশিয়া কাপ খেলতে যাওয়ার কথা ছিল ওই যুবকের। তার আগেই ঘটে গেল অঘটন। যুবকের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সামিল শহরবাসী। এদিন পুরুলিয়া শহরে বাইক আরোহীদের দৌরাত্ম্যের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় শহরবাসী। বোকারোয় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় ২০ বছর বয়সী ওই যুবক অরিত্র ঘোষের।
#Purulia #PuruliaNews
PuruliaApp
2 yr. ago
Post a selfie with #ILovePurulia

We will create our cover image using these selfies.

#Purulia #PuruliaApp
Purulia News
2 yr. ago
পুরুলিয়া : ২০১৪ সাল থেকে প্রতিবছরই মহা ধুমধাম এর সঙ্গে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর এ বছর রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে অসম্ভব সুন্দর ছৌ নৃত্য পরিবেশন করে পুরুলিয়ার নাম উজ্জ্বল করেছে বালিগাড়া প্রভুর নিত্যানন্দ কীর্তন ও ছৌ নৃত্য সমিতি।

#Purulia #ChowDance
PuruliaApp
2 yr. ago
Do you like Puruliar Bhavra Bhaja 😍

Yesss!!

Noooo!

4 people voted
PuruliaApp
2 yr. ago
Welcome #Purulians ..
We are building our very own social media app. Invite your family and friends.

#Purulia #PuruliaNews
Prasenjit Kuiry
2 yr. ago
We are testing this app, pls let us know if you find any problem or error.

#PuruliaApp #Purulia
Prasenjit Kuiry
2 yr. ago
আমরা এই অ্যাপটি পরীক্ষা করছি, আপনি কোন সমস্যা বা ত্রুটি খুঁজে পেলে দয়া করে আমাদের জানান।

#PuruliaApp #Purulia
Prasenjit Kuiry
2 yr. ago
Hlww #Purulia

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.