শুরু হয়ে গিয়েছে পর্যটনের মুরসুম। শীত পড়তে না পড়তেই পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। পুরুলিয়া জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম মুরগুমা। অফ বিট ডেস্টিনেশনের তালিকায় সবার উপরেই মুরগুমার নাম থাকে। বহু পর্যটক সারা বছরই এখানে বেড়াতে আসেন আর পর্যটনের মরসুমে পর্যটকদের ভিড় উপচে পড়ে। কিন্তু মুরগুমা ড্যামর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরলেও ড্যামের যাওয়ার বেহাল রাস্তা দেখে অসন্তোষ প্রকাশ করেছে পর্যটকরা।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews