Purulia News
2 yr. ago
রুরাল আউটপোস্টের সুবিধা দিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। একেবারেই নবরূপে চালু করা হল পুরুলিয়ার বরাবাজার থানার সিন্দরি পুলিশ ক্যাম্প। গ্রামীণ আউটপোস্টের সবরকম সুবিধার আয়তায় নিয়ে আসা হয়েছে এই ক্যাম্পটিকে। সম্প্রতি, এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এককালে মাওবাদী অধ্যুষিত এই এলাকার ক্যাম্প থেকে বর্তমানে সবরকম সুযোগ-সুবিধা পাবেন এলাকার মানুষ। যে-কোনও সমস্যায় এই ক্যাম্পে জেনারেল ডায়েরি করার সুযোগ পাবেন তাঁরা। এই ক্যাম্পের ফলে উপকৃত হবেন বরাবাজার ব্লকের তিন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
উদ্দেশ্য তার ভারতীয় বাস্তু কলাকে জানা। সুদূর জার্মানি থেকে নিজের মোটরবাইককে সঙ্গী করে এসে হাজির হয়েছেন এই দেশে। দেশের বেশ কয়েকটি জায়গা ঘোরার পর জোহানেস হাউকে এসে হাজির হয়েছেন পশ্চিমবাংলার জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায়। প্রথমে জার্মানি থেকে জাপান। তারপরে মালেয়েশিয়া হয়ে ভারতে পা।কলকাতা থেকে সোজা বাইকে করে জামশেদপুর। এরপর দলমা পাহাড় ঘুরে ঝাড়গ্রাম। আর সেখান থেকেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সঙ্গী তাঁর মোটরবাইক KZX91। এই মোটর বাইকে করেই তিনি সফর করছেন সর্বত্র।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
শহরবাসীর সুবিধার্থে পুরুলিয়া শহরের যানজট নিয়ন্ত্রণ করতে সমস্ত দিক থেকে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে পুরুলিয়া পৌরসভাকে। শহরের জানজটের অন্যতম একটি কারণ হল রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গবাদিপশু। এবার যানজট নিয়ন্ত্রণ করতে পৌরসভার টার্গেট গবাদি পশু। রীতিমত কোমর বেঁধে নামছে পুরুলিয়া পৌরসভা। তাই রাস্তায় কোনও গবাদি পশু দেখলেই তা বাজেয়াপ্ত করে সরকারি খোয়াড়ে নিয়ে যাবে বলে জানা গিয়েছে পৌরসভা সূত্রে। গত মঙ্গলবার থেকে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে শহর জুড়ে চলছে মাইকিং।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
জেলা আবগারি দফতরের সাম্প্রতিক সময়ের তথ্যে দেখা যাচ্ছে জেলায় মদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। চলতি বছরে পুজোর মরসুমে পুরুলিয়া জেলায় মদের বিক্রি ছাপিয়ে গেল গত বছরকে। জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত এ বারে জেলায় মদ বিক্রি হয়েছে ১৯ কোটি ৪ লক্ষ ৬ হাজার ৪৭৫ টাকার। গত বছরে এই পর্বে জেলায় মোট মদ বিক্রি হয়েছিল ১৬ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার টাকার। অর্থাৎ, গত বছরের তুলনায় কম-বেশি ৮২ লক্ষ টাকার বেশি মদ বিক্রি হয়েছে।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
Purulia Rain Alert: ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যে। দক্ষিণের বেশ কিছু জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাপমাত্রার পরিবর্তন হয়েছে বেশ খানিকটা।

রাতের দিকে অনেকটাই ঠান্ডার আমেজ উপভোগ করা যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলা পুরুলিয়ায়।

পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
শুরু হয়ে গিয়েছে পর্যটনের মুরসুম। শীত পড়তে না পড়তেই পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। পুরুলিয়া জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম মুরগুমা। অফ বিট ডেস্টিনেশনের তালিকায় সবার উপরেই মুরগুমার নাম থাকে। বহু পর্যটক সারা বছরই এখানে বেড়াতে আসেন আর পর্যটনের মরসুমে পর্যটকদের ভিড় উপচে পড়ে। ‌কিন্তু মুরগুমা ড্যামর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরলেও ড্যামের যাওয়ার বেহাল রাস্তা দেখে অসন্তোষ প্রকাশ করেছে পর্যটকরা।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
পুরুলিয়ার ঝালদার কাউন্সিলার তপন কান্দু খুনে ধৃত আসামীর মৃত্যু হল পুরুলিয়া মেডিক্যাল কলেজে।

২০২২ সালে ১৩ মার্চ বাড়ির কাছেই খুন হন পুরুলিয়া পুরসভার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু। ঘটনার তদন্তে নেমে ১২ এপ্রিল সত্যবানকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্ত সত্যবানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেখানে অসুস্থ হে পড়লে তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় সত্যবানের। কী কারণে এই মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা করেছে। এনিয়ে রহস্যও দানা বেঁধেছে।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
স্বপ্নাদেশে থানার মুসলিম ওসির শুরু করা পুজোয় বছরভর মায়ের গয়না থাকে থানার লকারে। কালীপুজোর আগের রাতে সেই গয়না থানা থেকে নিয়ে এসে পুজোর সকাল মায়ের অলংকরণ চলে দুপুর পর্যন্ত। কয়েক বছর ধরে এভাবেই কালীপুজোর দিন সেজে ওঠে পুরুলিয়ার পুঞ্চার চরণপাহাড়ি কালী।

এই পুজো এবার ৭৩ বছরে পা দিল। বাংলা ১৩৫৭ সালে পুঞ্চা থানার তৎকালীন ওসি জিটি লতিফ স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নে মা কালী তাঁকে জানান, পাশের পাহাড়ে চরণ চিহ্ন রয়েছে। স্বপ্নে পুজো করার নির্দেশ দেন। পরদিন ওই পুলিশ আধিকারিক সামনের পাহাড় চূড়ায় গিয়ে একটি পাথরের উপর দেবীর পদচিহ্ন দেখতে পান। এরপরই শুরু হয় মায়ের আরাধনা।

#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
পুরুলিয়ার অন্যতম ঐতিহ্য হল বেগুনকোদর রাস মন্দির। কয়েকশো বৎসর পুরানো এই মন্দির। প্রতি বছর প্রাচীন ঐতিহ্য মেনেই রাস উৎসব পালিত হয় এখানে। পুরুলিয়ার অন্যতম রাস উৎসব হয় এই মন্দিরে। বহু ভক্তের সমাগম হয় রাস উৎসব ঘিরে। এছাড়াও সারাটা বছরই কমবেশি মানুষের আনাগোনা হয়ে থাকে এই মন্দিরে।

ঐতিহ্যপূর্ণ সেই মন্দির বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে এই রাস মন্দির। দীর্ঘদিন ধরে এই রাস মন্দিরের সংস্কার হয়নি। যার ফলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।

#PuruliaNews #PuruliaApp
Purulia News
2 yr. ago
প্রতিবছর বহু ছাত্র-ছাত্রী সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন। এবার পুরুলিয়া জেলাতে সরকারিভাবে চালু হতে চলেছে সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতেই সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস সেন্টার রয়েছে। আর এবার সেই স্টাডি সেন্টার চালু হতে চলেছে পুরুলিয়া জেলাতেও। পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্টাডি সেন্টার চালু হতে চলেছে।

আগামী ১১ ই নভেম্বর এন্ট্রেন্স এক্সাম এর জন্য সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্ক্রিনিং টেস্ট হবে।

#PuruliaNews
Purulia News
2 yr. ago
পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান গৌরিনাথ ধাম। ‌ এই গৌরিনাথ ধামের শিব মন্দির ভীষণ জাগ্রত তাই সারা বছরই বহু ভক্তের সমগম হয় এই ধামে। পুরুলিয়ার আইমুণ্ডি থেকে চিরকা গৌরীনাথ ধাম মন্দির যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে। যার ফলে নানান সমস্যার মধ্যে পড়ছেন স্থানীয় মানুষজন। মন্দিরে আসা ভক্তরাও নানান সমস্যার মধ্যে পড়ছেন। দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে।

#PuruliaNews #Purulia
Purulia News
2 yr. ago (E)
বেপরোয়া বাইক আরোহীর ধাক্কায় উদীয়মান ক্রিকেট খেলোয়াড়ের মৃত্যু। আগামী ৯ নভেম্বর বাংলাদেশে এশিয়া কাপ খেলতে যাওয়ার কথা ছিল ওই যুবকের। তার আগেই ঘটে গেল অঘটন। যুবকের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সামিল শহরবাসী। এদিন পুরুলিয়া শহরে বাইক আরোহীদের দৌরাত্ম্যের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় শহরবাসী। বোকারোয় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় ২০ বছর বয়সী ওই যুবক অরিত্র ঘোষের।
#Purulia #PuruliaNews
Purulia News
2 yr. ago
ঝালদা: বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযানে গিয়ে হেনস্থার শিকার আবগারি দফতরের আধিকারিক ও কর্মীরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদার আমাঠারি-খামার অঞ্চলের উহাতু গ্রামের কাছে। বেআইনি মদ বিক্রির খবর পেয়ে সেখানে গিয়েছিলেন আবগারি আধিকারিকরা। সে সময়ই তাঁদেরকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ।

#Jhalda #PuruliaNews
PuruliaApp
2 yr. ago
Welcome #Purulians ..
We are building our very own social media app. Invite your family and friends.

#Purulia #PuruliaNews

Nothing found!

Sorry, but we could not find anything in our database for your search query {{search_query}}. Please try again by typing other keywords.