প্রতিবছর বহু ছাত্র-ছাত্রী সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন। এবার পুরুলিয়া জেলাতে সরকারিভাবে চালু হতে চলেছে সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতেই সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস সেন্টার রয়েছে। আর এবার সেই স্টাডি সেন্টার চালু হতে চলেছে পুরুলিয়া জেলাতেও। পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্টাডি সেন্টার চালু হতে চলেছে।
আগামী ১১ ই নভেম্বর এন্ট্রেন্স এক্সাম এর জন্য সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্ক্রিনিং টেস্ট হবে।
#PuruliaNews
আগামী ১১ ই নভেম্বর এন্ট্রেন্স এক্সাম এর জন্য সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্ক্রিনিং টেস্ট হবে।
#PuruliaNews