ঝালদা: বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযানে গিয়ে হেনস্থার শিকার আবগারি দফতরের আধিকারিক ও কর্মীরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদার আমাঠারি-খামার অঞ্চলের উহাতু গ্রামের কাছে। বেআইনি মদ বিক্রির খবর পেয়ে সেখানে গিয়েছিলেন আবগারি আধিকারিকরা। সে সময়ই তাঁদেরকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ।
#Jhalda #PuruliaNews
#Jhalda #PuruliaNews