শহরবাসীর সুবিধার্থে পুরুলিয়া শহরের যানজট নিয়ন্ত্রণ করতে সমস্ত দিক থেকে পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে পুরুলিয়া পৌরসভাকে। শহরের জানজটের অন্যতম একটি কারণ হল রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গবাদিপশু। এবার যানজট নিয়ন্ত্রণ করতে পৌরসভার টার্গেট গবাদি পশু। রীতিমত কোমর বেঁধে নামছে পুরুলিয়া পৌরসভা। তাই রাস্তায় কোনও গবাদি পশু দেখলেই তা বাজেয়াপ্ত করে সরকারি খোয়াড়ে নিয়ে যাবে বলে জানা গিয়েছে পৌরসভা সূত্রে। গত মঙ্গলবার থেকে পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে শহর জুড়ে চলছে মাইকিং।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews