পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান গৌরিনাথ ধাম। এই গৌরিনাথ ধামের শিব মন্দির ভীষণ জাগ্রত তাই সারা বছরই বহু ভক্তের সমগম হয় এই ধামে। পুরুলিয়ার আইমুণ্ডি থেকে চিরকা গৌরীনাথ ধাম মন্দির যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে। যার ফলে নানান সমস্যার মধ্যে পড়ছেন স্থানীয় মানুষজন। মন্দিরে আসা ভক্তরাও নানান সমস্যার মধ্যে পড়ছেন। দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে।
#PuruliaNews #Purulia
#PuruliaNews #Purulia