উদ্দেশ্য তার ভারতীয় বাস্তু কলাকে জানা। সুদূর জার্মানি থেকে নিজের মোটরবাইককে সঙ্গী করে এসে হাজির হয়েছেন এই দেশে। দেশের বেশ কয়েকটি জায়গা ঘোরার পর জোহানেস হাউকে এসে হাজির হয়েছেন পশ্চিমবাংলার জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায়। প্রথমে জার্মানি থেকে জাপান। তারপরে মালেয়েশিয়া হয়ে ভারতে পা।কলকাতা থেকে সোজা বাইকে করে জামশেদপুর। এরপর দলমা পাহাড় ঘুরে ঝাড়গ্রাম। আর সেখান থেকেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সঙ্গী তাঁর মোটরবাইক KZX91। এই মোটর বাইকে করেই তিনি সফর করছেন সর্বত্র।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews