পুরুলিয়ার অন্যতম ঐতিহ্য হল বেগুনকোদর রাস মন্দির। কয়েকশো বৎসর পুরানো এই মন্দির। প্রতি বছর প্রাচীন ঐতিহ্য মেনেই রাস উৎসব পালিত হয় এখানে। পুরুলিয়ার অন্যতম রাস উৎসব হয় এই মন্দিরে। বহু ভক্তের সমাগম হয় রাস উৎসব ঘিরে। এছাড়াও সারাটা বছরই কমবেশি মানুষের আনাগোনা হয়ে থাকে এই মন্দিরে।
ঐতিহ্যপূর্ণ সেই মন্দির বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে এই রাস মন্দির। দীর্ঘদিন ধরে এই রাস মন্দিরের সংস্কার হয়নি। যার ফলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
#PuruliaNews #PuruliaApp
ঐতিহ্যপূর্ণ সেই মন্দির বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে এই রাস মন্দির। দীর্ঘদিন ধরে এই রাস মন্দিরের সংস্কার হয়নি। যার ফলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
#PuruliaNews #PuruliaApp