Purulia News
@PuruliaNews
2 yr. ago
পুরুলিয়ার অন্যতম ঐতিহ্য হল বেগুনকোদর রাস মন্দির। কয়েকশো বৎসর পুরানো এই মন্দির। প্রতি বছর প্রাচীন ঐতিহ্য মেনেই রাস উৎসব পালিত হয় এখানে। পুরুলিয়ার অন্যতম রাস উৎসব হয় এই মন্দিরে। বহু ভক্তের সমাগম হয় রাস উৎসব ঘিরে। এছাড়াও সারাটা বছরই কমবেশি মানুষের আনাগোনা হয়ে থাকে এই মন্দিরে।

ঐতিহ্যপূর্ণ সেই মন্দির বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে এই রাস মন্দির। দীর্ঘদিন ধরে এই রাস মন্দিরের সংস্কার হয়নি। যার ফলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।

#PuruliaNews #PuruliaApp

No replys yet!

It seems that this Post does not yet have any comments. In order to respond to this Post from Purulia News, click on at the bottom under it