শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম। শীত পড়তে না পড়তেই পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম গড় পঞ্চকোট। সারা বছরই এই জায়গায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। শীতের শুরুতে ধীরে , ধীরে পর্যটকদের ভিড় বাড়ছে গড় পঞ্চকোটে। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন দুইয়েরই দেখা মেলে গড় পঞ্চকোটে। তাই কর্মব্যস্ততা থেকে দুদিন নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই এই গড় পঞ্চকোটকে বেছে নেন।
এ বিষয়ে গড় পঞ্চকোটে বেড়াতে আসা পর্যটকরা জানান , গড় পঞ্চকোটের বিষয়ে যতটা শুনে তারা বেড়াতে এসেছিলেন তার থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি।
এ বিষয়ে গড় পঞ্চকোটে বেড়াতে আসা পর্যটকরা জানান , গড় পঞ্চকোটের বিষয়ে যতটা শুনে তারা বেড়াতে এসেছিলেন তার থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি।