2 yr. ago
পুরুলিয়া পুলিশ সুপারের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকা থেকে গ্রেফতার ২ অভিযুক্ত।
2 yr. ago
2 yr. ago
सफ़र अच्छा था. अंत जो हुआ सो हुआ..
धन्यवाद टीम इंडिया, एक हारता है तो एक जीतता. पूरे भारत को गर्व है पुरी टीम इंडिया पर ॥
धन्यवाद टीम इंडिया, एक हारता है तो एक जीतता. पूरे भारत को गर्व है पुरी टीम इंडिया पर ॥
2 yr. ago
Virat-Rohit crying is the worst thing that happened in this WC, Cause the determination and dedication they showed was commendable!!
NOT OUR DAY! but these teary eyes and faces will be remembered for long💔💔!!
NOT OUR DAY! but these teary eyes and faces will be remembered for long💔💔!!
2 yr. ago
জেলা আবগারি দফতরের সাম্প্রতিক সময়ের তথ্যে দেখা যাচ্ছে জেলায় মদের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। চলতি বছরে পুজোর মরসুমে পুরুলিয়া জেলায় মদের বিক্রি ছাপিয়ে গেল গত বছরকে। জেলা আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত এ বারে জেলায় মদ বিক্রি হয়েছে ১৯ কোটি ৪ লক্ষ ৬ হাজার ৪৭৫ টাকার। গত বছরে এই পর্বে জেলায় মোট মদ বিক্রি হয়েছিল ১৬ কোটি ৯১ লক্ষ ১৪ হাজার টাকার। অর্থাৎ, গত বছরের তুলনায় কম-বেশি ৮২ লক্ষ টাকার বেশি মদ বিক্রি হয়েছে।
#Purulia #PuruliaNews
#Purulia #PuruliaNews
2 yr. ago
(E)
বিশ্ব শৌচাগার দিবসের জন্য সচেতনতার প্রচারে রীতিমত মানুষের বাড়িতে, বাড়িতে গিয়ে কড়া নেড়ে জেলাশাসক রজত নন্দাকে জিজ্ঞাসা করতে দেখা গেল বাড়িতে শৌচাগার আছে তো? পাশাপাশি তার সঙ্গে দেখা গিয়েছে প্রশাসনের একাধিক।
রাজ্যের পালা বদলের পর শৌচালয় নির্মাণের কাজ শুরু হয় জোড়-কদমে। মিশন নির্মল বাংলা প্রকল্পের নিরিখ দেখা গিয়েছে ঘরে, ঘরে শৌচালয়ে পুরুলিয়ার অবস্থান বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তবে বর্তমানে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।
পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা বলেন “বাড়িতে থাকা শৌচালয় ব্যবহার করতে হবে। কোনভাবেই মাঠে যাওয়া যাবেনা। মাঠের গিয়ে শৌচকর্ম করা মানেই পরিবেশকে দূষিত করা।”
রাজ্যের পালা বদলের পর শৌচালয় নির্মাণের কাজ শুরু হয় জোড়-কদমে। মিশন নির্মল বাংলা প্রকল্পের নিরিখ দেখা গিয়েছে ঘরে, ঘরে শৌচালয়ে পুরুলিয়ার অবস্থান বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তবে বর্তমানে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে।
পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা বলেন “বাড়িতে থাকা শৌচালয় ব্যবহার করতে হবে। কোনভাবেই মাঠে যাওয়া যাবেনা। মাঠের গিয়ে শৌচকর্ম করা মানেই পরিবেশকে দূষিত করা।”
2 yr. ago
আগামিকাল থেকে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দিঘা উপকূলে জারি সতর্কতা। দিঘায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ।
2 yr. ago
(E)
20 years later....the rematch will happen 😎
World Cup Final - India vs Australia on Sunday at Narendra Modi Stadium!
Am so exited, R u? 😍😍
World Cup Final - India vs Australia on Sunday at Narendra Modi Stadium!
Am so exited, R u? 😍😍
2 yr. ago
বাংলার মা-বোনেদের জন্য ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাতেই হাসি ফুটেছে বাংলার মহিলাদের মুখে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায় তারই ব্যবস্থা করল রাজ্য প্রশাসন।
গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। অপরদিকে পুরসভা এলাকার বাসিন্দাদের মহকুমাশাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। কলকাতা পুরনিগমের অন্তর্গত বাসিন্দাদের কেএমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
#Purulia #News
গ্রামাঞ্চলের মহিলারা স্থানীয় বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। অপরদিকে পুরসভা এলাকার বাসিন্দাদের মহকুমাশাসকের অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। কলকাতা পুরনিগমের অন্তর্গত বাসিন্দাদের কেএমসি অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
#Purulia #News
2 yr. ago
আপনার মোবাইলে PuruliaApp কে স্থান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এই ভাবেই পাশে থাকুন এবং আমাদের লক্ষ্যকে সফল করতে সাহায্য করুন। আসুন সবাই মিলে প্রত্যেক পুরুলিয়াবাসীর জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করি। গ্রাম থেকে শহর, শহর থেকে জেলায় আমরা সবাইকে এই প্ল্যাটফর্মে সংযুক্ত করতে চাই, যেখানে আমরা পুরুলিয়াবাসী আমাদের আওয়াজ তুলে ধরতে পারি, স্থানীয় সমস্যাগুলি ব্যাপারে প্রশাসনের নজর কাড়তে পারি, গ্রামের মানুষগুলিকে তাদের প্রাপ্র্য সরকারি প্রকল্প ও অনুদান ব্যাপারে সচেতন করতে পারি, স্থানীয় খবর থেকে শুরু করে আরো অনেক কিছুই সংযুক্ত করা হবে। আপনার বন্ধুদেরকেও PuruliaApp এ রেজিস্টার করতে বলুন। ধন্যবাদ।
2 yr. ago
ভিসা ছাড়াই নেপাল থেকে হেঁটে ভারতে প্রবেশের চেষ্টা। পাকিস্তানি মহিলা ও তার ছেলে পুলিশের হাতে আটক। সন্দেহভাজন পাক মহিলা ও তার ছেলেকে ঘিরে দানা বাঁধছে রহস্য
2 yr. ago
উৎসবের মরশুম কাটতে না কাটতেই কেন্দ্র-রাজ্যের মাটির স্বাস্থ্য ও উর্বরতা প্রকল্প চালু হল। রাজ্যের প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েতের ১০০ টি মৌজা থেকে মাটি সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ভাল ফলনের জন্য মাটির স্বাস্থ্য পরীক্ষা করে হবে চাষের কাজ।
বিজ্ঞানসম্মতভাবে যাতে গ্রাম বাংলায় চাষের কাজ করা হয় সেই লক্ষ্য নিয়েই এই প্রকল্প শুরু হয়েছে। এই মৃত্তিকা পরীক্ষার রিপোর্ট কার্ড কৃষকদের হাতে আগামী ২০২৪ সালের ৩১ শে মার্চের মধ্যেই পৌঁছে যাবে। এই লক্ষমাত্রা নিয়েই এই প্রকল্পের কাজের শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকের জমি থেকে মাটির নমুনা সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে পুরুলিয়ার নিতুরিয়া ব্লকে।
বিজ্ঞানসম্মতভাবে যাতে গ্রাম বাংলায় চাষের কাজ করা হয় সেই লক্ষ্য নিয়েই এই প্রকল্প শুরু হয়েছে। এই মৃত্তিকা পরীক্ষার রিপোর্ট কার্ড কৃষকদের হাতে আগামী ২০২৪ সালের ৩১ শে মার্চের মধ্যেই পৌঁছে যাবে। এই লক্ষমাত্রা নিয়েই এই প্রকল্পের কাজের শুরু হয়েছে। ইতিমধ্যেই কৃষকের জমি থেকে মাটির নমুনা সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে পুরুলিয়ার নিতুরিয়া ব্লকে।
2 yr. ago
পুরুলিয়ার ঝালদার কাউন্সিলার তপন কান্দু খুনে ধৃত আসামীর মৃত্যু হল পুরুলিয়া মেডিক্যাল কলেজে।
২০২২ সালে ১৩ মার্চ বাড়ির কাছেই খুন হন পুরুলিয়া পুরসভার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু। ঘটনার তদন্তে নেমে ১২ এপ্রিল সত্যবানকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্ত সত্যবানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেখানে অসুস্থ হে পড়লে তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় সত্যবানের। কী কারণে এই মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা করেছে। এনিয়ে রহস্যও দানা বেঁধেছে।
#Purulia #PuruliaNews
২০২২ সালে ১৩ মার্চ বাড়ির কাছেই খুন হন পুরুলিয়া পুরসভার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু। ঘটনার তদন্তে নেমে ১২ এপ্রিল সত্যবানকে গ্রেফতার করে সিবিআই। অভিযুক্ত সত্যবানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেখানে অসুস্থ হে পড়লে তাকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় সত্যবানের। কী কারণে এই মৃত্যু তা নিয়ে এখনও ধোঁয়াশা করেছে। এনিয়ে রহস্যও দানা বেঁধেছে।
#Purulia #PuruliaNews
2 yr. ago
ভারতের অন্যতম হন্টেড প্লেস গুলির মধ্যে নাম উঠে আসে বেগুনকোদর স্টেশনের, যদিও তার প্রামাণ্য কোন তথ্য নেই। এবার সেই বেগুনকোদর স্টেশন নিয়ে বড়সড় ঘোষণা করল বিজ্ঞান মঞ্চ। বেগুনকোদরে ভূত দেখাতে পারলেই এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা শাখা। শনিবার ভূত চতুর্দশী তারই মাঝে এই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তথা চিকিৎসক নয়ন মুখোপাধ্যায়।
২০১৭ সালে ২৮ ডিসেম্বর বেগুনকোদর স্টেশনে রাত্রিযাপন করে প্রশাসন ও বিজ্ঞান মঞ্চ প্রমাণ করে দিয়েছে স্টেশনে ভূতের অস্তিত্ব একেবারেই ভিত্তিহীন। স্থানীয় মানুষেরাও ভুতের অস্তিত্ব নেই বলেই দাবি করেন।
২০১৭ সালে ২৮ ডিসেম্বর বেগুনকোদর স্টেশনে রাত্রিযাপন করে প্রশাসন ও বিজ্ঞান মঞ্চ প্রমাণ করে দিয়েছে স্টেশনে ভূতের অস্তিত্ব একেবারেই ভিত্তিহীন। স্থানীয় মানুষেরাও ভুতের অস্তিত্ব নেই বলেই দাবি করেন।
2 yr. ago
স্বপ্নাদেশে থানার মুসলিম ওসির শুরু করা পুজোয় বছরভর মায়ের গয়না থাকে থানার লকারে। কালীপুজোর আগের রাতে সেই গয়না থানা থেকে নিয়ে এসে পুজোর সকাল মায়ের অলংকরণ চলে দুপুর পর্যন্ত। কয়েক বছর ধরে এভাবেই কালীপুজোর দিন সেজে ওঠে পুরুলিয়ার পুঞ্চার চরণপাহাড়ি কালী।
এই পুজো এবার ৭৩ বছরে পা দিল। বাংলা ১৩৫৭ সালে পুঞ্চা থানার তৎকালীন ওসি জিটি লতিফ স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নে মা কালী তাঁকে জানান, পাশের পাহাড়ে চরণ চিহ্ন রয়েছে। স্বপ্নে পুজো করার নির্দেশ দেন। পরদিন ওই পুলিশ আধিকারিক সামনের পাহাড় চূড়ায় গিয়ে একটি পাথরের উপর দেবীর পদচিহ্ন দেখতে পান। এরপরই শুরু হয় মায়ের আরাধনা।
#Purulia #PuruliaNews
এই পুজো এবার ৭৩ বছরে পা দিল। বাংলা ১৩৫৭ সালে পুঞ্চা থানার তৎকালীন ওসি জিটি লতিফ স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নে মা কালী তাঁকে জানান, পাশের পাহাড়ে চরণ চিহ্ন রয়েছে। স্বপ্নে পুজো করার নির্দেশ দেন। পরদিন ওই পুলিশ আধিকারিক সামনের পাহাড় চূড়ায় গিয়ে একটি পাথরের উপর দেবীর পদচিহ্ন দেখতে পান। এরপরই শুরু হয় মায়ের আরাধনা।
#Purulia #PuruliaNews
2 yr. ago
পুরুলিয়ার অন্যতম ঐতিহ্য হল বেগুনকোদর রাস মন্দির। কয়েকশো বৎসর পুরানো এই মন্দির। প্রতি বছর প্রাচীন ঐতিহ্য মেনেই রাস উৎসব পালিত হয় এখানে। পুরুলিয়ার অন্যতম রাস উৎসব হয় এই মন্দিরে। বহু ভক্তের সমাগম হয় রাস উৎসব ঘিরে। এছাড়াও সারাটা বছরই কমবেশি মানুষের আনাগোনা হয়ে থাকে এই মন্দিরে।
ঐতিহ্যপূর্ণ সেই মন্দির বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে এই রাস মন্দির। দীর্ঘদিন ধরে এই রাস মন্দিরের সংস্কার হয়নি। যার ফলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
#PuruliaNews #PuruliaApp
ঐতিহ্যপূর্ণ সেই মন্দির বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে মুছে যেতে বসেছে এই রাস মন্দির। দীর্ঘদিন ধরে এই রাস মন্দিরের সংস্কার হয়নি। যার ফলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।
#PuruliaNews #PuruliaApp
2 yr. ago
We have uploaded a new version of #PuruliaApp , please update your app to the latest version.
Thank you! Keep posting 💕
Thank you! Keep posting 💕
2 yr. ago
রাজ্য পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে পুরুলিয়ার ঝরনাকোচা। শুধুমাত্র সাইট সিয়িং নয় পর্যটক আবাসের ব্যবস্থা করেও ঝরনাকোচাকে সামগ্রিকভাবে পর্যটন কেন্দ্রের রূপে সাজিয়ে তুলল ব্লক প্রশাসন। বলা যেতেই পারে পুরুলিয়ার নতুন টুরিস্ট স্পটের তালিকায় জায়গা করে নিয়েছে ঝরনাকোচা। বরাবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটিকে ফুলঝোর-ঝরনাকোচা-ধারবুরু পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়েছে। এ-বছর লক্ষ্মীপুজোর দিন আনুষ্ঠানিকভাবে বরাবাজারের বিডিও মধুসূদন রাইহানের হাত ধরে এই পর্যটক আবাসের দ্ধারউদঘাটন হয়।
2 yr. ago
প্রতিবছর বহু ছাত্র-ছাত্রী সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন। এবার পুরুলিয়া জেলাতে সরকারিভাবে চালু হতে চলেছে সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলাতেই সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিস সেন্টার রয়েছে। আর এবার সেই স্টাডি সেন্টার চালু হতে চলেছে পুরুলিয়া জেলাতেও। পুরুলিয়া সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্টাডি সেন্টার চালু হতে চলেছে।
আগামী ১১ ই নভেম্বর এন্ট্রেন্স এক্সাম এর জন্য সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্ক্রিনিং টেস্ট হবে।
#PuruliaNews
আগামী ১১ ই নভেম্বর এন্ট্রেন্স এক্সাম এর জন্য সিধু কানু বিরসা বিশ্ব বিদ্যালয়ে এই স্ক্রিনিং টেস্ট হবে।
#PuruliaNews
2 yr. ago
১০০ দিনের প্রকল্পে পুরুলিয়ায় ছাঁটাই ৫ লক্ষ, মৃত হিসেবে বাদ পড়লেন জীবিতরাও!
এমনকী, কাজ করতে অনিচ্ছুক দেখিয়েও দরিদ্রতম জেলা পুরুলিয়ায় ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সাড়ে পাঁচ লক্ষ শ্রমিককে বাদ দিয়ে দিল প্রশাসন। ২০২১ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পে শ্রমিকদের মজুরি কেন্দ্রীয় সরকার বকেয়া রাখায় এই প্রকল্পের কাজ-ই বন্ধ
অভিযোগ, সরকারের নির্দেশ পালন করতে গিয়ে পুরুলিয়া জেলা প্রশাসন কোনওরকম শুনানি না করেই নাম বাদ দিয়ে দিয়েছে। অথচ এই প্রকল্পের বিধি রয়েছে জনশুনানি করে এই ধরনের কাজ করতে হবে।
এমনকী, কাজ করতে অনিচ্ছুক দেখিয়েও দরিদ্রতম জেলা পুরুলিয়ায় ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সাড়ে পাঁচ লক্ষ শ্রমিককে বাদ দিয়ে দিল প্রশাসন। ২০২১ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পে শ্রমিকদের মজুরি কেন্দ্রীয় সরকার বকেয়া রাখায় এই প্রকল্পের কাজ-ই বন্ধ
অভিযোগ, সরকারের নির্দেশ পালন করতে গিয়ে পুরুলিয়া জেলা প্রশাসন কোনওরকম শুনানি না করেই নাম বাদ দিয়ে দিয়েছে। অথচ এই প্রকল্পের বিধি রয়েছে জনশুনানি করে এই ধরনের কাজ করতে হবে।
2 yr. ago
পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান গৌরিনাথ ধাম। এই গৌরিনাথ ধামের শিব মন্দির ভীষণ জাগ্রত তাই সারা বছরই বহু ভক্তের সমগম হয় এই ধামে। পুরুলিয়ার আইমুণ্ডি থেকে চিরকা গৌরীনাথ ধাম মন্দির যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে। যার ফলে নানান সমস্যার মধ্যে পড়ছেন স্থানীয় মানুষজন। মন্দিরে আসা ভক্তরাও নানান সমস্যার মধ্যে পড়ছেন। দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে।
#PuruliaNews #Purulia
#PuruliaNews #Purulia