Purulia News
2 yr. ago
পুরুলিয়া পুলিশ সুপারের নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকা থেকে গ্রেফতার ২ অভিযুক্ত।
Purulia News
2 yr. ago
শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম। শীত পড়তে না পড়তেই পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ঢল নামতে দেখা যাচ্ছে। পুরুলিয়ার পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম গড় পঞ্চকোট। সারা বছরই এই জায়গায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। ‌ শীতের শুরুতে ধীরে , ধীরে পর্যটকদের ভিড় বাড়ছে গড় পঞ্চকোটে। ‌প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন দুইয়েরই দেখা মেলে গড় পঞ্চকোটে। তাই কর্মব্যস্ততা থেকে দুদিন নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই এই গড় পঞ্চকোটকে বেছে নেন।

এ বিষয়ে গড় পঞ্চকোটে বেড়াতে আসা পর্যটকরা জানান , গড় পঞ্চকোটের বিষয়ে যতটা শুনে তারা বেড়াতে এসেছিলেন তার থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি।
Purulia News
2 yr. ago
সরকারি কার্যক্রমের জন্য মঙ্গলবার পুরুলিয়া জেলায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশা থেকে বাংলা ও ঝাড়খণ্ডে রয়েছে তাঁর রেলের কাজকর্ম পরিদর্শন। রেল সূত্রে জানা গিয়েছে মূলত উইন্ডো ট্রলি ইন্সপেকশনে আদ্রা ডিভিশনের দুটি স্টেশন চান্ডিল ও পুরুলিয়ায় তিনি নামতে পারেন।

ওড়িশা থেকে ভায়া জামশেদপুর হয়ে তার এই যাত্রাপথে চান্ডিলের পর তিনি বরাভূম স্টেশনেও নামতে পারেন। পাশাপাশি নামতে পারেন পুরুলিয়ার পর জয়পুর ও ঝালদা স্টেশনেও এমনটাই রেল সূত্রে খবর। রেলমন্ত্রী আসার আগে স্টেশন পরিদর্শন করে দেখেছেন রেলের আধিকারিকেরা। পাশাপাশি বিজেপি নেতৃত্বরাও সোমবার ঝালদা স্টেশন পরিদর্শন করেন।
Mr.Dhananjoy101
2 yr. ago