2 yr. ago
সরকারি কার্যক্রমের জন্য মঙ্গলবার পুরুলিয়া জেলায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশা থেকে বাংলা ও ঝাড়খণ্ডে রয়েছে তাঁর রেলের কাজকর্ম পরিদর্শন। রেল সূত্রে জানা গিয়েছে মূলত উইন্ডো ট্রলি ইন্সপেকশনে আদ্রা ডিভিশনের দুটি স্টেশন চান্ডিল ও পুরুলিয়ায় তিনি নামতে পারেন।
ওড়িশা থেকে ভায়া জামশেদপুর হয়ে তার এই যাত্রাপথে চান্ডিলের পর তিনি বরাভূম স্টেশনেও নামতে পারেন। পাশাপাশি নামতে পারেন পুরুলিয়ার পর জয়পুর ও ঝালদা স্টেশনেও এমনটাই রেল সূত্রে খবর। রেলমন্ত্রী আসার আগে স্টেশন পরিদর্শন করে দেখেছেন রেলের আধিকারিকেরা। পাশাপাশি বিজেপি নেতৃত্বরাও সোমবার ঝালদা স্টেশন পরিদর্শন করেন।
ওড়িশা থেকে ভায়া জামশেদপুর হয়ে তার এই যাত্রাপথে চান্ডিলের পর তিনি বরাভূম স্টেশনেও নামতে পারেন। পাশাপাশি নামতে পারেন পুরুলিয়ার পর জয়পুর ও ঝালদা স্টেশনেও এমনটাই রেল সূত্রে খবর। রেলমন্ত্রী আসার আগে স্টেশন পরিদর্শন করে দেখেছেন রেলের আধিকারিকেরা। পাশাপাশি বিজেপি নেতৃত্বরাও সোমবার ঝালদা স্টেশন পরিদর্শন করেন।